প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলতে চান? চালু টোল-ফ্রি নম্বর

নয়াদিল্লি: ‘মন কি বাতে’র অনুষ্ঠানের জন্য জনতার মতামত চেয়ে ফের টোল-ফ্রি নম্বর চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আগামী ৩০ জুন থেকে নতুন করে শুরু হচ্ছে মোদির মন কি বাতের অনুষ্ঠান৷ ২০১৪ সালে চালু হওয়া এই অনুষ্ঠান লোকসভা ভোটের কারণে বন্ধ ছিল৷ চলতি মাশেক শেষে শুরু হচ্ছে, মোদির জনপ্রিয় অনুষ্ঠান৷ ভোটের পর ফিরে আসবেন জানিয়ে শেষ

e94d4d9bd90361a6200b6960db1918a9

প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলতে চান? চালু টোল-ফ্রি নম্বর

নয়াদিল্লি: ‘মন কি বাতে’র অনুষ্ঠানের জন্য জনতার মতামত চেয়ে ফের টোল-ফ্রি নম্বর চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আগামী ৩০ জুন থেকে নতুন করে শুরু হচ্ছে মোদির মন কি বাতের অনুষ্ঠান৷ ২০১৪ সালে চালু হওয়া এই অনুষ্ঠান লোকসভা ভোটের কারণে বন্ধ ছিল৷ চলতি মাশেক শেষে শুরু হচ্ছে, মোদির জনপ্রিয় অনুষ্ঠান৷

ভোটের পর ফিরে আসবেন জানিয়ে শেষ মন কি বাতের জন্য দেশবাসীর থেকে মতামত চেয়েছিলেন নমো৷ তিনি জানিয়েছিলেন, ভোট পর তিনি মন কি বাতে জনতার মতামত তুলে ধরবেন৷ সেইমতো শনিবার অনুষ্ঠানের জন্য নির্দিষ্ট টোল-ফ্রি নম্বর ফের চালু করেন মোদি৷

ট্যুইট করে মোদি লিখেছেন, ‘‘মন কি বাতের জন্য টোল-ফ্রি ১৮০০-১১-৭৮০০ নম্বর ডায়াল করে নিজেদের বক্তব্য রেকর্ড করতে পারবেন৷ এছাড়া মাই গভ ওপেন ফোরামে লগ ইন করেও মতামত পাঠানো যাবে৷ ২৬ জুন পর্যন্ত খোলা থাকবে এই টোল-ফ্রি নম্বর৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *