শপথ নিতে গিয়ে ৩ বার হোঁচট খেলেন দিলীপ ঘোষ

নয়াদিল্লি: সংসদ সদস্য হিসাবে শপথ নিতে গিয়ে তিন বার হোঁচট খেলেন দিলীপ ঘোষ৷ বাংলা, ইন্দি, ইংরেজির পরিবর্তে সংস্কৃত ভাষায় শপথবাক্য পাঠ করেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ আর তাতেই বাঁধে বিপত্তি৷ সংস্কৃত ভাষায় লেখা শপথবাক্য পড়তে গিয়ে তিন-তিন বার হোঁচট খান দিলীপ ঘোষ৷ শুধু দিলীপ ঘোষই নয়, সুরিন্দর সিং আলুওয়ালিয়াও হোঁচট খান৷ শপথ শেষে সংসদের

cc3a2f928d3643b420f99018cc354ae8

শপথ নিতে গিয়ে ৩ বার হোঁচট খেলেন দিলীপ ঘোষ

নয়াদিল্লি: সংসদ সদস্য হিসাবে শপথ নিতে গিয়ে তিন বার হোঁচট খেলেন দিলীপ ঘোষ৷ বাংলা, ইন্দি, ইংরেজির পরিবর্তে সংস্কৃত ভাষায় শপথবাক্য পাঠ করেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ আর তাতেই বাঁধে বিপত্তি৷ সংস্কৃত ভাষায় লেখা শপথবাক্য পড়তে গিয়ে তিন-তিন বার হোঁচট খান দিলীপ ঘোষ৷ শুধু দিলীপ ঘোষই নয়, সুরিন্দর সিং আলুওয়ালিয়াও হোঁচট খান৷ শপথ শেষে সংসদের অন্দরে তোলেন জয় শ্রীরাম স্লোগান৷

এদিন, সংস্কৃত ভাষায় শপথ নেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সাংসদ সুভাষ সরকার৷ তিনি কিন্তু অবলীলায় পড়ে যান শপথবাক্য৷ এরপরই আসেন সৌমিত্র খাঁ৷ ঝড়ঝড়ে বাংলায় তিনি শপথবাক্য পাঠ করেন৷ এর আগে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ইংরেজিতে শপথ বাক্য পাঠ করেন৷ অবশ্য মন্ত্রী দেবশ্রী চৌধুরী বাংলায় তাঁর শপথ বাক্য পাঠ করেন৷ কিন্তু প্রশ্ন উঠছে, বাংলা থেকে প্রতিনিধিত্ব করা নেতারা কেন তাঁদের নিজের ভাষায় শপথ নিচ্ছে না৷ হঠাৎ কেন সংস্কৃত ভাষায় এই শপথের হিড়িক?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *