কংগ্রেস দলনেতার প্রথম ভাষণেই চমক অধীরের, কী বলেন তিনি?

কলকাতা: ছিল সপ্তদশ লোকসভায় স্পিকার পদে নির্বাচন৷ কংগ্রেস-সহ লোকসভার সদস্যদের সমর্থন নিয়ে অধ্যক্ষের পদে বসেছেন ওম বিড়লা৷ অমিত শাহের প্রস্তাবে ও রাজনাথের সমর্থনে দেওয়া প্রস্তাবে এদিন সমর্থন জানান অধীর চৌধূরী থেকে শুরু করে সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে বিরোধী দলের সদস্যরা৷ এদিন লোকসভায় অধ্যক্ষ নির্বাচনের পরই মোদির পরই সংসদে বলার সুযোগ পান কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী৷ কংগ্রেসের

কংগ্রেস দলনেতার প্রথম ভাষণেই চমক অধীরের, কী বলেন তিনি?

কলকাতা: ছিল সপ্তদশ লোকসভায় স্পিকার পদে নির্বাচন৷ কংগ্রেস-সহ লোকসভার সদস্যদের সমর্থন নিয়ে অধ্যক্ষের পদে বসেছেন ওম বিড়লা৷ অমিত শাহের প্রস্তাবে ও রাজনাথের সমর্থনে দেওয়া প্রস্তাবে এদিন সমর্থন জানান অধীর চৌধূরী থেকে শুরু করে সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে বিরোধী দলের সদস্যরা৷ এদিন লোকসভায় অধ্যক্ষ নির্বাচনের পরই মোদির পরই সংসদে বলার সুযোগ পান কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী৷ কংগ্রেসের দলনেতা পদে প্রথম ভাষণেই বড়সড় চমক দেন অধীর৷

প্রথমকেই নবনিযুক্ত অধ্যক্ষকে শুচ্ছা জানিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেন অধীর৷ সংসদের গরিমা অক্ষুণ্ণ রাখতে ‘জয় শ্রীরাম’, ‘আল্লাহু আকবারে’র মতো ধর্মীয় স্লাগানের ব্যবহার নিয়েও নতুন অধ্যক্ষকে দৃষ্টি আকর্ষণ করেন অধীর৷ বলেন, ‘‘এটা সাংসদ৷ গোটা দেশের মানুষের আশা-আখাঙ্খা এই ভবনের উপর৷ গুরুত্বপূর্ণ এই সংসদে যাতে কোনও ধর্মীয় স্লোগান না ওঠে, সেদিকে দয়া করে গুরুত্ব দিন৷ ধর্ম নয়, বরং আমরা মানবতার উপর যেন বেশি গুরুত্ব দিতে পারি, সেটাই হোক আমাদের লক্ষ্য৷’’ এদিন অধ্যক্ষকে নিরপেক্ষ হওয়ারও আর্জি জানান অধীর৷ বলেন, ‘‘প্রধানমন্ত্রী বলেছেন, সংসদ হোক নিরপেক্ষ৷ কিন্তু, এই সংসদ একাধিক দলের প্রতিনিধিত্ব রয়েছে৷ ফলে, শাসক-বিরোধী তারা তাদের অবস্থান জানাবেন৷ কিন্তু, আপনাকে নিরপেক্ষ থাকবে হবে৷ তাহলেই দেশের গণতন্ত্র রক্ষা পাবে৷’’ অধীরের ভাষণ শুনে পাশে বসে থাকা রাহুল, সোনিয়া থেকে শুরু করে পিছনে থেকে শশী থারুরও সমর্থন জোগান৷ মাথা নেড়ে অধীরের বক্তব্যকে সমর্থন জানিয়ে টেবিল টেবিল চাপড়ান কংগ্রেস সভাপতি৷ বক্তব্য শেষে একটি কবিতাও পাঠ করে শোনান অধীর৷

মঙ্গলবার কংগ্রেসের দলনেতা হিসাবে অধীরের নাম ঘোষণা করে জাতীয় কংগ্রেস৷ গোটা দেশজুড়ে যখন কংগ্রেসের ভরাডুবির হয়েছে, নিজের গরে হেরেছেন দলের সভাপতি, ঠিক তখনও নিজের পায়ের তলার জমি ধরে রাখতে সফল অধীর৷ আর তারই ফলস্বরূপ অধীরের উপর দলের দায়িত্ব তুলে দেন সোনিয়া গান্ধী৷

কংগ্রেস দলনেতার প্রথম ভাষণেই চমক অধীরের, কী বলেন তিনি?এদিনের বৈঠকে রাহুল গান্ধি লোকসভায় দলনেতা হতে অস্বীকার করেন রাহুল৷ সংসদে দলের রণকৌশল নিয়ে দীর্ঘ বৈঠক করেন রাহুল-সোনিয়া৷ দীর্ঘ বৈঠকের পর অধীর চৌধুরীর নিয়োগের কথা চিঠি দিয়ে লোকসভায় জানিয়ে দেয় কংগ্রেস৷ এই ঘোষণার ফলে, অধীর সংসদের সব গুরুত্বপূর্ণ কমিটিতেই থাকবেন৷ গান্ধী পরিবারের আরও ঘনিষ্ঠও হওয়ার সুযোগও রয়েছে তাঁর হাতে৷

টানা ৫ বার বহরমপুর থেকে জিতে আসছেন অধীর৷ মন্ত্রিত্ব থেকে শুরু করে প্রদেশ কংগ্রেসে সভাপতিত্বর দায়িত্ব সামলেছেন একাহাতে৷ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে লোকসভায় সরবও হয়েছেন বারংবার৷ বিজেপি-তৃণমূলকে কাঠগড়ায় তুলে ধারাবাহিক ভাবে করে গিয়েছেন আক্রমণ৷ বিতর্কেও অংশ নিয়েছেন৷ অধীরের দীর্ঘ অভিজ্ঞতা ও ধারাবাহিক সাফল্যের পর এবার লোকসভার নেতা করা হল তাঁকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + seven =