ফের ইভিএম কেলেঙ্কারির পর্দাফাঁস, আরটিআইয়ের জবাবে শুরু বিতর্ক

ভোপাল: ফের ইভিএম কারচুরির অভিযোগ ঘিরে নতুন করে উত্তাজনা ছড়াল দেশের রাজনীতিতে৷ অভিযোগ, মধ্যপ্রদেশের বেশ কয়েকটি জেলায় ইভিএমের ব্যালট ইউনিট ও ডিট্যাচেবল মেমরি উধাও৷ তথ্যের অধিকার আইন বলে এমনই তথ্য প্রকাশ্যে এসেছে৷ তবে, ওই ইভিএমগুলি লোকসভা নির্বাচনে ব্যবহার করা হয়েছিল কি না, এখনও জানা সম্ভব হয়নি৷ রাজ্য নির্বাচন কমিশনের কাছে ইভিএম সংক্রান্ত আরটিআই করেন অজয়

ফের ইভিএম কেলেঙ্কারির পর্দাফাঁস, আরটিআইয়ের জবাবে শুরু বিতর্ক

ভোপাল: ফের ইভিএম কারচুরির অভিযোগ ঘিরে নতুন করে উত্তাজনা ছড়াল দেশের রাজনীতিতে৷ অভিযোগ,  মধ্যপ্রদেশের বেশ কয়েকটি জেলায় ইভিএমের ব্যালট ইউনিট ও ডিট্যাচেবল মেমরি উধাও৷ তথ্যের অধিকার আইন বলে এমনই তথ্য প্রকাশ্যে এসেছে৷ তবে, ওই ইভিএমগুলি লোকসভা নির্বাচনে ব্যবহার করা হয়েছিল কি না,  এখনও জানা সম্ভব হয়নি৷

রাজ্য নির্বাচন কমিশনের কাছে ইভিএম সংক্রান্ত আরটিআই করেন অজয় দুবে নামে এক ব্যক্তি৷ আরটিআইয়ের জবাবের ভিত্তিতে ইভিএমের ব্যালট ইউনিট ও ডিট্যাচেবল মেমরি উধাও হওয়ার ঘটনা প্রকাশ্যে আসে৷ চলতি বছর এপ্রিল ও জুন মাসে এই রিপোর্ট তৈরি করা হবে আরটিআইয়ে জানানো হয়৷

খবরে প্রকাশ, সেফ রুমে তদন্ত করে দেখা যায় নটি ডিট্যাচেবল মেমরি মডিউলের কোনও হদিশ মেলেনি৷ কেন তার হদিশ মেলছে না, সেই বিষয়ে আরটিআইয়ের জবাবে কিছু জানানো হয়নি৷ মাস্টার স্টক রেজিস্টার অনুযায়ী, স্ট্রংরুমে ২ হাজার ৭০৯টি ডিট্যাচেবল মেমরি মডিউল থাকার কথা৷ কিন্তু, পরিদর্শনের সময় ২ হাজার ৫০৮টি ডিট্যাচেবল মেমরি মডিউলের খুজে পাওয়া যায়নি বলে তথ্য প্রকাশ করা হয়৷ যদিও সেগুলি কোনও নির্বাচনে ব্যবহার করা হয়েছিল কি না তা নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি৷ আর এই নতুন করে শুরু হয়েছে বিতর্ক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 4 =