মহারাষ্ট্র : দেশের অর্ধেকেরও বেশি এলাকা প্রবল খরার কবলে চলে গিয়েছে৷ আবহাওয়া দপ্তরের তথ্য বলছে, দেশের ৭০ শতাংশ পুকুর শুকিয়ে গিয়েছে৷ হু হু করে নেমে গিয়েছে জলস্তর৷ ক্ষতি হচ্ছে চাষেও৷ এখনও পর্যন্ত বৃষ্টির ঘাটতি পরিমাণ ৩৯ শতাংশের কাছাকাছি৷
পরিসংখ্যান বলছে, মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্নাটক, তেলেঙ্গনা, অন্ধ্রপ্রদেশে তীব্র জলসঙ্কট তৈরি হয়েছে৷ তৈরি হয়েছে খরা পিরস্থিতি৷ দেশের ৫১ শতাংশ অঞ্চলে বৃষ্টি হয়েছে তুলনায় অনেক কম৷ ৯১টি জাতীয় জলাধারে জলের স্তর কমে গিয়েছে৷ ঠেকেছে তলানিতে৷ এই জলাধারগুলি চাষ থেকে শুরু করে বিদ্যুৎ উৎপাদন ও পানীয় জলের কাজে ব্যবহার করা হয়ে থাকে৷ অবস্থা যা, তাতে দেশের খরা পরিস্থিতি জাতীয় জরুরি অবস্থার থেকেও ভয়ংকর বলেই মনে করা হচ্ছে আবহাওয়াবিদের একাংশ৷