লিঙ্গ পরিবর্তন করে বাবার পেশন দাবি ‘মেয়ে’র, বিপাকে রেল

নয়াদিল্লি: নিময় আছে, মৃত কর্মীর ছেলে ২৫ বছরের হলে তিনি পেনশনের যোগ্য নন৷ তবে অবিবাহিত মেয়ে কিংবা তাঁর স্ত্রীর এই পেনশন পেতে পারেন৷ রেলের এহেন নিময়ের গেরোয় এবার লিঙ্গ পরিবর্তন করে বাবার পেনশন দাবি করলেন ছেলে থেকে মেয়েতে রূপান্তর হওয়া মৃত রেলকর্মীর একমাত্র সন্তান৷ অবিবাহিত মেয়ে হিসেবে তিনি তাঁর বাবার পেনশন দাবি করে আবেদন করেছেন৷

a67494628bc3e7d8963521aec8a9b8e4

লিঙ্গ পরিবর্তন করে বাবার পেশন দাবি ‘মেয়ে’র, বিপাকে রেল

নয়াদিল্লি: নিময় আছে, মৃত কর্মীর ছেলে ২৫ বছরের হলে তিনি পেনশনের যোগ্য নন৷ তবে অবিবাহিত মেয়ে কিংবা তাঁর স্ত্রীর এই পেনশন পেতে পারেন৷ রেলের এহেন নিময়ের গেরোয় এবার লিঙ্গ পরিবর্তন করে বাবার পেনশন দাবি করলেন ছেলে থেকে মেয়েতে রূপান্তর হওয়া মৃত রেলকর্মীর একমাত্র সন্তান৷ অবিবাহিত মেয়ে হিসেবে তিনি তাঁর বাবার পেনশন দাবি করে আবেদন করেছেন৷

জানা গিয়েছে, গত ২০১৭ সালে অবসরপ্রাপ্ত ওই রেলকর্মীর মৃত্যু হয়৷ গত বছর চেন্নাইয়ে দক্ষিণ রেল কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়ে মৃত বাবার পেনশন দাবি করা হয়৷ রেলের আইনে এখন পর্যন্ত অভূতপূর্ব এই দাবি সম্পর্কে কোনও উল্লেখ করা নেয়৷ মৃত কর্মীর পরিবারের আবেদনের ভিত্তিতে ইতিমধ্যেই কেন্দ্রীয় কর্মী মন্ত্রকের কাছে মতামতের জন্য চিঠি পাঠিয়েছে রেল কর্তৃপক্ষ৷ চিঠিতে রূপান্তকামীর দাবি, তিনি লিঙ্গ পরিবর্তন করে মহিলা হয়েছে৷ মহিলাদের জীবনযাপন করছেন তিনি৷ ফলে, তিনি এই পেনশনের যোগ্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *