জল কিনতে থালা-বাটি বেচে দিচ্ছেন দক্ষিণের বাসিন্দারা

তামিলনাড়ু: ভংকর বললেও কমা বলা হয়৷ বেঁচে থাকার জন্য নূন্যতম জলটাও এখন অধরা৷ তীব্র জল সঙ্কট দক্ষিণ ভারতকে ক্রমশ গিয়ে যাচ্ছে আরও অবনতির দিকে৷ পরিস্থিতি যা, তাতে জল কিনতে বাড়ির ঘটি-বাটি বেচে দিতে বাধ্য হচ্ছেন তামিলনাড়ুর বাসিন্দারা৷ ১০-১২টাকার পাওয়া জলের ট্যাঙ্ক এখন বিক্রি হচ্ছে ৭০০-৮০০ টাকায়৷ তবে, টাকা দিলেও যে বাড়িতে জল পাওয়া যাবে, তা

জল কিনতে থালা-বাটি বেচে দিচ্ছেন দক্ষিণের বাসিন্দারা

তামিলনাড়ু: ভংকর বললেও কমা বলা হয়৷ বেঁচে থাকার জন্য নূন্যতম জলটাও এখন অধরা৷ তীব্র জল সঙ্কট দক্ষিণ ভারতকে ক্রমশ গিয়ে যাচ্ছে আরও অবনতির দিকে৷ পরিস্থিতি যা, তাতে জল কিনতে বাড়ির ঘটি-বাটি বেচে দিতে বাধ্য হচ্ছেন তামিলনাড়ুর বাসিন্দারা৷ ১০-১২টাকার পাওয়া জলের ট্যাঙ্ক এখন বিক্রি হচ্ছে ৭০০-৮০০ টাকায়৷

তবে, টাকা দিলেও যে বাড়িতে জল পাওয়া যাবে, তা নয়৷ জল পৌঁছতে সময় লাগবে এক মাস৷ জলসঙ্কটের কারণে শহরে বন্ধ একাধিক হোটেল৷ জল বাঁচাতে কাগজের প্লেটে ব্যবহার করছেন বাসিন্দারা৷ যাতে থালা-বাসন ঝুতে জল প্রয়োজন না হয়৷ পরিস্থিতি এতটাই খারাপ, ৯ হাজার লিটার জলের দাম ৪ হাজার টাকা থেকে ৫ হাজার টাকায় বিক্রি হতে শুরু করেছে৷ কুয়ো থেকে লটারি করে জল দেওয়া হচ্ছে৷ সরকারি জল সরবরাহ আগেই লাটে উঠেছে৷ বাইরে থেকে চড়া দামে জল কিনতে হচ্ছে বাসিন্দাদের৷ বাড়ির আসবাবপত্রও বেচে দিতে হচ্ছেন বাসিন্দারা৷ জল অপচয় বন্ধ না করলে ও পরিবেশরক্ষায় নজর না দিলে সারা দেশেই এমন পরিস্থিতি তৈরি হতে, সেই দিন আর খুব দূরে নয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 2 =