পদত্যাগের হিড়িক পড়েছে কংগ্রেসে, কোন দিকে দলের ভবিষ্যৎ?

নয়াদিল্লি : রাহুল গান্ধি পদত্যাগে অনড়৷ এবার অটল রাহুলকে অনুসরণ করে পদত্যাগের হিড়িক কংগ্রেসে৷ রাজ্যসভার সাংসদ বিবেক তাঙ্কা তাঁর দলীয় পদ ছেড়ে দিয়েছেন৷ ছিলেন কংগ্রেসের আইন ও মানবাধিকার সেলের৷ পদ ছাড়ার পর তিনি সবাইকে রাহুলের পথ অনুসরণ করতে বলেছেন৷ জানা গিয়েছে, দিল্লি ও তেলেঙ্গানার দুই কার্যকরী সভাপতি ও দেশের ১২০ জন নানা স্তরের কংগ্রেস নেতা

f21f2f5e7de74aa57ba2087da0183a3a

পদত্যাগের হিড়িক পড়েছে কংগ্রেসে, কোন দিকে দলের ভবিষ্যৎ?

নয়াদিল্লি : রাহুল গান্ধি পদত্যাগে অনড়৷ এবার অটল রাহুলকে অনুসরণ করে পদত্যাগের হিড়িক কংগ্রেসে৷ রাজ্যসভার সাংসদ বিবেক তাঙ্কা তাঁর দলীয় পদ ছেড়ে দিয়েছেন৷ ছিলেন কংগ্রেসের আইন ও মানবাধিকার সেলের৷ পদ ছাড়ার পর তিনি সবাইকে রাহুলের পথ অনুসরণ করতে বলেছেন৷

জানা গিয়েছে, দিল্লি ও তেলেঙ্গানার দুই কার্যকরী সভাপতি ও দেশের ১২০ জন নানা স্তরের কংগ্রেস নেতা তাঁদের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন রাহুল গান্ধীর কাছে৷ তাঁদের দাবি, রাহুল পদত্যাগ ফিরিয়ে না নিলে তারাও পদত্যাগপত্র তুলবেন না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *