কলকাতা: যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে নয়া সেফটি ফিচার ভারতে আনল গুগল ম্যাপ৷ নয়া এই ফিচারে কোনও ক্যাব চালক যদি নির্দিষ্ট রুটের পরিবর্তে অন্য পথ ধরলে, তাহলে মুহূর্তের মধ্যেই যাত্রীকে নোটিফিকেশন পাঠিয়ে তা বিস্তারিত তথ্য জানিয়ে দেবে গুগল৷ শুধুমাত্র ভারতের জন্যই গুগল ম্যাপ এই ফিচার এনেছে বলে জানানো হয়েছে৷
কোথাও যাওয়ার সময় গুগল ম্যাপে নিজের গন্তব্য সেট করে দেওয়ার পরেই রুটের হদিশ পাওয়া যায়৷ এবার সেখানে ‘স্টে সেফার’ ও ‘গেট অফ-রুট অ্যালার্ট’ নামে দু’টি নতুন অপশন দেখা যাবে গুগল ম্যাপে৷ সেখানে ক্লিক করলেই এই অপশন দুটি অ্যাক্টিভ হয়ে যাবে৷ যদি কোনও ক্যাব চালক গুগলে দেখানো পথের পরিবর্তন করে ৫০০ মিটারের বেশি অন্য পথে চলে যান, তখনই নোটিফিকেশন চলে আসবে যাত্রীর মোবাইলে৷ পরিস্থিতি বেগতিক দেখলে মুহূর্তেই নিজের লাইফ ট্রিপ পরিবার বা বন্ধুদের সঙ্গে সরাসরি শেয়ার করা যাবে নিজের লোকেশন৷