NRC-তালিকা থেকে বাদ গেল স্বাধীনতা সংগ্রামী থেকে সাহিত্যিকের নাম!

অসম: জাতীয় নাগরিক পঞ্জী থেকে এবার বাদ গেলেন আকাদেমি পুরস্কার পাওয়া সাহিত্যিক৷ দুর্গা খাটিওয়াড়া নাম বাদ পড়েছে এনআরসি থেকে৷ সাহিত্যিকের বাবা অভিনারায়ণের নাম ১৯৫১ সালের এনআরসি তালিকায় থাকলেও বাদ পড়েছেন দুর্গা৷ তিলিকা থেকে বাদ পড়েছে অসম আন্দোলনের প্রথম মহিলা শহিদ বৈজয়ন্তী দেবীর নাম৷ তাঁর বাবা ৯০ বছরের অমর উপাধ্যায় জানাচ্ছেন৷ তিনি নিজে বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন৷

NRC-তালিকা থেকে বাদ গেল স্বাধীনতা সংগ্রামী থেকে সাহিত্যিকের নাম!

অসম: জাতীয় নাগরিক পঞ্জী থেকে এবার বাদ গেলেন আকাদেমি পুরস্কার পাওয়া সাহিত্যিক৷ দুর্গা খাটিওয়াড়া নাম বাদ পড়েছে এনআরসি থেকে৷ সাহিত্যিকের বাবা অভিনারায়ণের নাম ১৯৫১ সালের এনআরসি তালিকায় থাকলেও বাদ পড়েছেন দুর্গা৷ তিলিকা থেকে বাদ পড়েছে অসম আন্দোলনের প্রথম মহিলা শহিদ বৈজয়ন্তী দেবীর নাম৷ তাঁর বাবা ৯০ বছরের অমর উপাধ্যায় জানাচ্ছেন৷ তিনি নিজে বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন৷ তাঁর পুত্রবধূ ও দুই নাতির নামও বাদ পড়েছে ওই তালিকা থেকে৷

স্বাধীনতা সংগ্রামী ছবিলাল উপাধ্যায়ের প্রপৌত্রী মঞ্জু দেবীর নামও বাদ পড়েছে বলে জানা গিয়েছে৷ এই পরিবারের একজন, স্বরূপ উপাধ্যায় ১৯৯১ সালে তেজপুরের সাংসদ ছিলেন৷ বাঙালি হিন্দু, মুসলিমদের পর এবার গোর্খারাও এনআরসির কবলে পড়েছেন বলেও জানা গিয়েছে৷

অসমের ভারতীয় গোর্খা পরিসংঘ জানিয়েছে, ১ লাখ ২ হাজারের যে তালিকা ২৬ জুন প্রকাশ করা হয়েছে, তাতে তাদেরও বহু সদস্যের নাম ওঠেনি৷ বাদ পড়ছেন হিন্দিভাষীরাও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *