নয়াদিল্লি: ফের সুপ্রিম কোর্টে সমালোচিত রাজ্য৷ দেশের শীর্ষ আদালতের নির্দেশ অবমাননা মামলায় রাজ্যকে শো-কজ নিটিশ৷ জামিনের নির্দেশের পরও কেন বিজেপি যুব মোর্চার কর্মী প্রিয়াঙ্কা শর্মাকে মুক্তি দিতে দেরি? তারই জবাবদিহি চাওয়া হয়েছে বলে খবর৷
সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট করার জন্য গ্রেপ্তার করা হয়েছিল প্রিয়াঙ্কাকে৷ কলকাতা হাইকোর্টের কাজ বন্ধ থাকায় জামিনের আর্জি জানিয়ে প্রিয়াঙ্কা শর্মার পরিবার সুপ্রিম কোর্টে মামলা করেন৷ পরে, বিজেপি নেত্রীকে জামিন দেয় আদালত৷ কিন্তু, মুখ্যমন্ত্রীর ছবি বিকৃত করার দায়ে তাঁকে ক্ষমা চাইতে বলা হয়৷ জামিনে মুক্তি পেতেও ২৪ ঘণ্টার সময় লেগে যায়৷ এই পরই ফের শীর্ষ আদালতে অভিযোগ জানান প্রিয়াঙ্কার পরিবার৷
Supreme Court issues notice to West Bengal Govt on a contempt plea filed by brother of BJP Youth Wing Convenor Priyanka Sharma who was arrested for sharing a meme of Mamata Banerjee, alleging despite SC’s orders for her immediate release, she wasn’t released by police immediately pic.twitter.com/BPsQENPj5i
— ANI (@ANI) July 1, 2019
সুপ্রিম কোর্টে কাছে প্রিয়াঙ্কার ভাই রাজীব শর্মার আদালত অবমাননার আবেদনে করেন৷ শীর্ষ আদালতের নির্দেশে ১৪ মে জামিন দেওয়া হলেও প্রিয়াঙ্কাকে মুক্তি দিতে ২৪ ঘণ্টা দেরি হয়৷ কিন্তু, আদালতের নির্দেশের পরও কেন ২৪ ঘণ্টা ওই বিজেপি নেত্রীকে আটকে রাখা হল? তা জানতে প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চ রাজ্যকে নোটিশ জারি করে৷ স্থানীয় এক তৃণমূল নেতার অভিযোগের ভিত্তিতে গত ১০ মে প্রিয়াঙ্কাকে মানহানির ধারায় গ্রেফতার করেছিল পুলিশ৷