বাংলা ভাষায় হোক আদালতের রায়, উঠল এবার নয়া দাবি

কলকাতা: দেশের দ্বিতীয় বৃহত্তম ভাষা, বাংলায় ভাষায় প্রকাশিত হোক হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের রায়৷ বাংলা ভাষাকে গুরুত্ব দিয়ে নয়া আর্জি বাম-কংগ্রেসের৷ এই মর্মে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে চিঠি পাঠাচ্ছে বাম-কংগ্রেসের পরিষদীয় দল৷ দেশের শীর্ষ ও উচ্চ আদালতে বাংলা ভাষাকে গুরুত্ব দেওয়ার দাবি বিধানসভায় আলোচনার প্রস্তাবই তুলতে পারলেন না বিরোধীরা৷ আর সেই কারণে এবার সরাসরি আদালতকে

bc86c3f7e71c24a2fd3d5164a9b7fb09

বাংলা ভাষায় হোক আদালতের রায়, উঠল এবার নয়া দাবি

কলকাতা: দেশের দ্বিতীয় বৃহত্তম ভাষা, বাংলায় ভাষায় প্রকাশিত হোক হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের রায়৷ বাংলা ভাষাকে গুরুত্ব দিয়ে নয়া আর্জি বাম-কংগ্রেসের৷ এই মর্মে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে চিঠি পাঠাচ্ছে বাম-কংগ্রেসের পরিষদীয় দল৷ দেশের শীর্ষ ও উচ্চ আদালতে বাংলা ভাষাকে গুরুত্ব দেওয়ার দাবি বিধানসভায় আলোচনার প্রস্তাবই তুলতে পারলেন না বিরোধীরা৷ আর সেই কারণে এবার সরাসরি আদালতকে চিঠি দেওয়ার পথে বাম-কংগ্রেস নেতৃত্ব৷

যদিও, এর আগে জলপাইগুড়ির সার্কিট বেঞ্চের দ্বিতীয় বারের জন্য উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদালতে বাংলা ভাষায় কাজ করার বিষয়ে প্রস্তাব তুলেছিলেন৷ কিন্তু অভিযোগ, মুখ্যমন্ত্রী নিজে এই দাবি তুললেও আজ বিধানসভায় আদালতের রায় বাংলা ভাষায় প্রকাশ করার দাবি তুললেই পারলেন না বিরোধীরা৷ বিরোধীদের এই প্রস্তাব তুলতে দেওয়া হয়নি বলে এক যোগে অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী৷

কিন্তু, হঠাৎ কেন এই দাবি? জানা গিয়েছে, বাংলা ভাষাকে এড়িয়ে ছ’টি আঞ্চলিক ভাষায় সুপ্রিম কোর্টের রায় প্রকাশ করার নির্দেশ জারি হচ্ছে৷ হিন্দি, ইংরেজির পাশাপাশি ওড়িয়া, তামিল, কন্নড়-সহ ছ’টি ভাষায় সুপ্রিম রায় প্রকাশের কথা জানানো হলেও স্থান মেলেনি বাংলার নাম৷ আর সেই কারণে, দেশের শীর্ষ আদালত ও উচ্চ আদালত বাংলা ভাষাকে গুরুত্ব দিয়ে এই ভাষাতে রায় প্রকাশ করে, তার আর্জি জানাতে চলেছে বাম-কংগ্রেস৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *