ফল টের পেয়েছে পাকিস্তান, আর সাহস দেখাবে না: সেনাপ্রধান

নয়াদিল্লি: ফল টের পেয়েছে পাকিস্তান৷ ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করার সাহস দেখাবে না পাকিস্তান৷ তবও, অনুপ্রবেশ সমস্যা রুখতে সীমান্তে সেনাবাহিনী কড়া নজর রাখছে৷ কার্গিল যুদ্ধের ২০ বছর স্মরণ অনুষ্ঠানে এমনটাই জানালেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত৷ অনুষ্ঠানের বিপিন রাওয়াত বলেন, সীমান্তে নিরাপত্তাবাহিনী মোতায়েন নেই এমন কোনও জায়গা নেই ভারতে৷ সমস্ত এলাকায় প্রতিনিয়ত কড়া নজরদারি চালছে৷ পাকিস্তান কি

ফল টের পেয়েছে পাকিস্তান, আর সাহস দেখাবে না: সেনাপ্রধান

নয়াদিল্লি: ফল টের পেয়েছে পাকিস্তান৷ ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করার সাহস দেখাবে না পাকিস্তান৷ তবও, অনুপ্রবেশ সমস্যা রুখতে সীমান্তে সেনাবাহিনী কড়া নজর রাখছে৷ কার্গিল যুদ্ধের ২০ বছর স্মরণ অনুষ্ঠানে এমনটাই জানালেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত৷

অনুষ্ঠানের বিপিন রাওয়াত বলেন, সীমান্তে নিরাপত্তাবাহিনী মোতায়েন নেই এমন কোনও জায়গা নেই ভারতে৷  সমস্ত এলাকায় প্রতিনিয়ত কড়া নজরদারি চালছে৷ পাকিস্তান কি আবার কার্গিলের মতো ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করতে পারে কখও? সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাওয়াত বলেন, মনে হয় না পাকিস্তান আবার একই ধরনের ভুল করবে৷ কারণ, ওরা তার ফল দেখেছে৷ আগামী দিনে বা বছরে পাকিস্তান এ ধরনের অনুপ্রবেশের আর সাহস দেখাবে না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 2 =