কলকাতা: কর্ণাটক সরকারের পাশে দাঁড়িয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
কর্ণাটক সরকারের পাশে দাঁড়িয়ে কেন্দ্রকে নিন্দা করেন মমতা৷ আজ বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দিল্লি ষড়যন্ত্র করছে৷ সরকার ফেলে দেওয়ার জন্য বিধায়কদের আটকে রাখা হচ্ছে৷ এমনকি নানাভাবে তাঁদের অত্যাচারও করা হচ্ছে৷
আজ, নতুন করে দু’জন কংগ্রেস বিধায়ক পদত্যাগ করেছেন৷ মোট ১৫ বিধায়ক পদত্যাগ করেছেন৷ তাঁদের পদত্যাগ গ্রহণ করা না হলেও মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে৷ আর তার জেরে সংখ্যাগরিষ্ঠতা হারাতে বসেছে কুমারস্বামীর সরকার৷ ১৫ বিধায়কের ইস্তফাপত্র যদি গৃহিত হয়, তাহলে বিধানসভায় সদস্যসংখ্যা কমে হবে ১০০ জনে৷ মোট ২২৪ আসনে বিধানসভার সামগ্রিক শক্তি কমে হতে পারে ২১১টি আসন৷ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১০৬টি আসন৷ বিজেপির হাতে রয়েছে ১০৫ বিধায়ক৷