গোয়া: কর্নাটকের পর এবার গোয়া৷ কংগ্রেসের ১০ জন বিধায়ক দল ছেড়ে গেলেন বিজেপিতে৷ এখন ৪০ সদস্যের বিধানসভায় বিজেপির বিধায়ক সংখ্যা দাঁড়াল ২৭৷
২০১৭ সালের বিধানসভা নির্বাচনে এককগরিষ্ঠ কংগ্রেসের এখনের দখলে এখন ৫টি আসন৷ বিজেপির ২৭ জন ছাড়াও গোয়া ফরওয়ার্ড পার্টির তিন, মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি ও এনসিপির ১ জন করে বিধায়ক রয়েছেন৷ বিজেপির সঙ্গে তিন নির্দলের সমর্থনও রয়েছে৷
দলত্যাগীরা বলেছেন, বিরোধী থাকায় তাঁদের কেন্দ্রের উন্নয়ন ব্যাহত হচ্ছে৷ কেভলেকর স্পিকার রাজেশ পাটনেকরকে জানিয়েছেন, তাঁদের সঙ্গে এক-তৃতীয়াংশের সমর্থন রয়েছে। ফলে তাঁরা দলত্যাগবিরোধী আইনের আওতায় পড়ছেন না৷ তবে বিজেপিতে এলেও তাঁদের মন্ত্রিসভায় নেওয়া হবে কিনা তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি৷ ১৫ জুলাই থেকে গোয়া বিধানসভার বাদল অধিবেশন শুরু হচ্ছে৷ কংগ্রেসের সভাপতি গিরিশ চোড়নকর বলেছেন, বিজেপি এখন এক দেশ, এক পার্টি কায়েম করতে বদ্ধপরিকর৷