ডাক্তার পেটালেই যেতে হবে জেলে, কড়া আইন আনছে কেন্দ্র

নয়াদিল্লি: ডাক্তার পেটালে আর রক্ষা নয়৷ হতে পারে জামিন অযোগ্য ধারায় মামলা৷ ৭ বছর পর্যন্ত জেলের ঘানি টানতে হতে পারে৷ এই মর্মেই বিল আনতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার৷ বিলের খসড়া তৈরি করতে ইতিমধ্যেই স্বাস্থ্যমন্ত্রক একটি সাব-কমিটি তৈরিও তৈরি করে ফেলেছে৷ যেখানে আইএমএর নেতৃত্বে বিলের খসড়া তৈরি হবে বলে খবর৷ কমিটিতে স্বরাষ্ট্রমন্ত্রক থেকে আইনমন্ত্রক ও

ডাক্তার পেটালেই যেতে হবে জেলে, কড়া আইন আনছে কেন্দ্র

নয়াদিল্লি: ডাক্তার পেটালে আর রক্ষা নয়৷ হতে পারে জামিন অযোগ্য ধারায় মামলা৷ ৭ বছর পর্যন্ত জেলের ঘানি টানতে হতে পারে৷ এই মর্মেই বিল আনতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার৷

বিলের খসড়া তৈরি করতে ইতিমধ্যেই স্বাস্থ্যমন্ত্রক একটি সাব-কমিটি তৈরিও তৈরি করে ফেলেছে৷ যেখানে আইএমএর নেতৃত্বে বিলের খসড়া তৈরি হবে বলে খবর৷ কমিটিতে স্বরাষ্ট্রমন্ত্রক থেকে আইনমন্ত্রক ও স্বাস্থ্যমন্ত্রকের  বিশেষজ্ঞরা থাকবেন৷ রাখা হবে এমসিআইয়ের প্রতিনিধিদের৷ বিলটি দ্রুত তৈরি করার কথা মাথায় রেখে আগামী সপ্তাহে সাব-কমিটির বৈঠক ডাকা হয়েছে৷ স্বাস্থ্যমন্ত্রকের ১০ সদস্যের মূল কমিটি বিষয়টি নিয়ে আগামী ২২ জুলাই বৈঠকে হবে৷ তারপরই বিল লোরসভায় আনা হবে বলে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *