ভারতে এসে ২০০ টাকার ঋণ মেটালেন কেনিয়ার সাংসদ

মুম্বই: বিশেষ প্রয়োজনে মাত্র ২০০ টাকা ধার করেছিলেন তিনি৷ ৩০ বছর পর সেই ঋণ মেটতে মহারাষ্ট্রের আওরঙ্গাবাদে হাজির কেনিয়ার সাংসদ রিচার্ড টোঙ্গি৷ মহারাষ্ট্রে আওরঙ্গাবাদের একটি কলেজে পড়তেন রিচার্ড৷ আওরঙ্গাবাদে একটি ভাড়া বাড়িতে থাকতেন তিনি টোঙ্গি৷ ১৯৮৫ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত সেখানেই কাটান তিনি৷ ওয়াংখেড়নগরে মুদি ব্যবসায়ী এসকে গাউলির সঙ্গে রিচার্ডের আলাপ হয় তখনই৷ দুই

ভারতে এসে ২০০ টাকার ঋণ মেটালেন কেনিয়ার সাংসদ

মুম্বই: বিশেষ প্রয়োজনে মাত্র ২০০ টাকা ধার করেছিলেন তিনি৷ ৩০ বছর পর সেই ঋণ মেটতে মহারাষ্ট্রের আওরঙ্গাবাদে হাজির কেনিয়ার সাংসদ রিচার্ড টোঙ্গি৷

মহারাষ্ট্রে আওরঙ্গাবাদের একটি কলেজে পড়তেন রিচার্ড৷ আওরঙ্গাবাদে একটি ভাড়া বাড়িতে থাকতেন তিনি টোঙ্গি৷  ১৯৮৫ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত সেখানেই কাটান তিনি৷ ওয়াংখেড়নগরে মুদি ব্যবসায়ী এসকে গাউলির সঙ্গে রিচার্ডের আলাপ হয় তখনই৷ দুই জনের মধ্যে ভালে সম্পর্ক তৈরি হয়৷ সেই সূত্রে গাউলির কাছ থেকে বিশেষ প্রয়োজনে ২০০ টাকা ধার নেন টোঙ্গি৷ কলেজ জীবন শেষ করার পর নিজের দেশে ফিরে যান রিচার্ড৷ কিন্তু, বেমালুম ভুলে গিয়েছিলেন ধার নেওয়ার বিষয়টি৷ কিন্তু, দেশে ফিরে তা মনে পড়তেই বিচলিত হয়ে ওঠেন তিনি৷ পরে, সেই টাকা ফেরত সটান চলে আসেন সেই পুরানো এলাকায়৷ মিটিয়ে দেন ৩০ বছর আগের ঋণ৷ এই মুহূর্তে রিচার্ড টোঙ্গি কেনিয়ার সাংসদ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × four =