কেন থকমে বাংলার রেল প্রকল্প? জবাব দিলেন মন্ত্রী, পাল্টা খোঁচা তৃণমূলের

নয়াদিল্লি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুলে বাংলার রেল প্রকল্পের তথ্য তুলে ধরলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল৷ বললেন, প্রকল্পভিত্তিক বিস্তারিত তথ্য জানিয়ে গত ১৫ জুন চিঠি পাঠিয়েছি৷ জমি দিলেই রেলপ্রকল্প সম্পূর্ণ করে দেওয়া হবে৷ কিন্তু, দিদির উত্তর পাওয়া যায়নি৷ রেলমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ৫৪টি রেলপ্রকল্প চলছে৷ ১৬টি নতুন রেললাইন ও ৪টি গেজ কনভার্সন এবং ৩৪টি ডাবলিংয়ের

কেন থকমে বাংলার রেল প্রকল্প? জবাব দিলেন মন্ত্রী, পাল্টা খোঁচা তৃণমূলের

নয়াদিল্লি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুলে বাংলার রেল প্রকল্পের তথ্য তুলে ধরলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল৷ বললেন, প্রকল্পভিত্তিক বিস্তারিত তথ্য জানিয়ে গত ১৫ জুন চিঠি পাঠিয়েছি৷ জমি দিলেই রেলপ্রকল্প সম্পূর্ণ করে দেওয়া হবে৷ কিন্তু, দিদির উত্তর পাওয়া যায়নি৷

রেলমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ৫৪টি রেলপ্রকল্প চলছে৷ ১৬টি নতুন রেললাইন ও ৪টি গেজ কনভার্সন এবং ৩৪টি ডাবলিংয়ের প্রকল্প রয়েছে৷ মোট প্রকল্প খরচ প্রায় ৪২ হাজার কোটি টাকা৷ কিন্তু প্রকল্পই আটকে রয়েছে রাজ্য সরকার জমি দেয়নি বলে৷ সংসদে রেলমন্ত্রী জানিয়েছেন, হাওড়া-আমতা ও বড়গাছিয়া-চাঁপাডাঙা রেললাইন তৈরির প্রকল্প ১৯৭৪-৭৫ সাল থেকে শুরু হয়েছে৷ ১৯৮৩-৮৪ সালের শুরু হওয়া প্রকল্প মাত্র ৪৩ কিলোমিটার কাজ করা হলেও ১৬৩ কিমি দীর্ঘ একলাখি-বালুরঘাট রেললাইন তৈরি প্রকল্পে ৭৬ কিলোমিটার অংশের কাজ শেষ করা যায়নি৷ ১৯৮৪-৮৫ সালের তমলুক-দীঘার ১৬৮ কিলোমিটার রেললাইন প্রকল্পের প্রায় ৮০ কিলোমিটার অংশের কাজ করাই যায়নি জমি অধিগ্রহণ করা হয়নি বলে৷

মন্ত্রীর জবাবি ভাষণের পরেই তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, রেলমন্ত্রী মিথ্যা বলছেন৷ একলাখি-বালুরঘাট অংশের কাজ সম্পূর্ণ হয়েছে৷ ট্রেনও চলছে৷ মন্ত্রী নিজে এসে দেখে যান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × five =