নয়াদিল্লি: কলকাতায় বাড়ছে দূষণ৷ লোকসভায় তথ্য দিল কেন্দ্রীয় পরিবেশমন্ত্রক৷ ২০১৬ থেকে ২০১৮ সালের পরিসংখ্যান তুলে ধরা হয়েছে৷ রিপোর্টে উল্লিখ করা হয়েছে, তিন বছরে দূষণ সৃষ্টিকারী পিএম ১০ ও পিএম ২.৫ এর হার কলকাতায় মাত্রাতিরিক্তভাবে বৃদ্ধি পেয়েছে৷ ২০১৬ থেকে ২০১৮ সালে কলকাতায় পিএম ১০ এর হার যথাক্রমে ১১৩ থেকে ১৪৮ দাঁড়িয়েছে৷
উল্লিখিত সময়ে পিএম ২.৫ এর হার কলকাতায় দাঁড়িয়েছে ৭০ থেকে ৮৬৷ যদিও দূষণের ক্ষেত্রে আসানসোলের পরিস্থিতি কিছুটা ভালো বলেই উল্লেখ করা হয়েছে৷ তবে শুধুমাত্র পিএম ১০ ও পিএম ২.৫ এর ক্ষেত্রেই নয়, এসও ২ এবং এনও ২ এর ক্ষেত্রেও কলকাতার পরিস্থিতি খারাপ৷