পাখির চোখ বাংলায় বড় প্রকল্পের ঘোষণা কেন্দ্রের

নয়াদিল্লি: লোকসভা ভোটে বাংলা থেকে বিপুল শক্তি পেয়েছে বিজেপি৷ ২০১৯-এর লোকসভা জয়ের পর এবার নজরে ২০২১-এর বাংলা ভোট৷ বাংলাকে পাখির চোখ করে বড় ঘোষণা কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকারের৷ ১ হাদাক ২৫০ কোটি টাকা খরচে বাংলায় ৫ জেলায় নতুন করে মেডিকেল কলেজ তৈরি করবে বলে ঠিক করেছে কেন্দ্র৷ ২০২১-২০২২ অর্থবর্ষের মধ্যে তা সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রে রেখে

পাখির চোখ বাংলায় বড় প্রকল্পের ঘোষণা কেন্দ্রের

নয়াদিল্লি: লোকসভা ভোটে বাংলা থেকে বিপুল শক্তি পেয়েছে বিজেপি৷ ২০১৯-এর লোকসভা জয়ের পর এবার নজরে ২০২১-এর বাংলা ভোট৷ বাংলাকে পাখির চোখ করে বড় ঘোষণা কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকারের৷ ১ হাদাক ২৫০ কোটি টাকা খরচে বাংলায় ৫ জেলায় নতুন করে মেডিকেল কলেজ তৈরি করবে বলে ঠিক করেছে কেন্দ্র৷ ২০২১-২০২২ অর্থবর্ষের মধ্যে তা সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রে রেখে মোদি সরকার৷

২০২১ সালের বিধানসভায় বাংলা দখলের লক্ষ্যে মানুষের মন জয়ের অস্ত্র হিসেবেই এই প্রকল্পকে কাজে লাগাতেন মরিয়া বিজেপি শিবির৷ এই নিয়ে জল্পনা শুরু হলেও রাজনৈতিক অভিযোগ উড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন৷ তাঁর দাবি, এই প্রকল্পে রাজ্যও টাকা দেবে৷ তাই নিয়ে রাজনীতি করা ঠিক নয়৷

স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, প্রতি তিন লোকসভা কেন্দ্র পিছু একটি করে মেডিক্যাল কলেজ খোলার জন্য সরকারের যে প্রকল্প রয়েছে, তারই অধীনে রাজ্যে এই নতুন পাঁচটি মেডিকেল কলেজ তৈরি হবে৷ এই প্রকল্পের জন্য বেছে নেওয়া হয়েছে, বারাসত, উলুবেড়িয়া, আরামবাগ, তমলুক ও ঝাড়গ্রাম৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *