জাল নোট কারবারের স্বর্গরাজ্য বাংলায়, সংসদে জানাল কেন্দ্র

নয়াদিল্লি: বাংলায় চলছে জাল নোটের কারবার৷ এই করবারের স্বর্গরাজ্য মালদহ৷ লোকসভায় এ কথা জানাল কেন্দ্র সরকার৷ মালদহ উত্তরের বিজেপি এমপি খগেন মুর্মুর এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লিখিতভাবে বিস্ফোরক দাবি করেছেন৷ সোকসভায় অর্থমন্ত্রী জানিয়েছেন, পশ্চিমবঙ্গ পুলিশের রিপোর্ট অনুসারে ইন্দো-বাংলাদেশ সীমান্তে, বিশেষ করে মালদহে জাল নোটের কারবার চলছে৷ সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক লোকসভায় এক প্রশ্নের

0bd3b125d9cf31b9114222bc9ba8e275

জাল নোট কারবারের স্বর্গরাজ্য বাংলায়, সংসদে জানাল কেন্দ্র

নয়াদিল্লি: বাংলায় চলছে জাল নোটের কারবার৷ এই করবারের স্বর্গরাজ্য মালদহ৷ লোকসভায় এ কথা জানাল কেন্দ্র সরকার৷ মালদহ উত্তরের বিজেপি এমপি খগেন মুর্মুর এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লিখিতভাবে বিস্ফোরক দাবি করেছেন৷

সোকসভায় অর্থমন্ত্রী জানিয়েছেন, পশ্চিমবঙ্গ পুলিশের রিপোর্ট অনুসারে ইন্দো-বাংলাদেশ সীমান্তে, বিশেষ করে মালদহে জাল নোটের কারবার চলছে৷ সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে  জানিয়েছিল, রাজ্যের দুটি জেলার কিছু মাদ্রাসাকে মৌলবাদের আতুঁড়ঘর হিসেবে ব্যবহার করছে বাংলাদেশের একটি জঙ্গি সংগঠন৷ এই নিয়ে যথেষ্ট আলোড়ন সৃষ্টি হয়৷ এবার ফের জাল নোট ইস্যুতে কেন্দ্রীয় সরকার সেই পশ্চিমবঙ্গকে কাঠগড়ায় তোলায় শুরু নয়া বিতর্ক৷

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লিখিতভাবেই জানিয়েছেন, মালদহ এলাকায় যেসব জাল নোটের কারবার চলছে, সেগুলির গুণগত মান অত্যন্ত খারাপ৷ অর্থাৎ এগুলিকে চিহ্নিত করা অপেক্ষাকৃত সহজ বলেই মনে করা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *