সংসদে না আসা মন্ত্রীদের তালিকা চাইলেন ক্ষুব্ধ মোদি

নয়াদিল্লি: মন্ত্রীরা সংসদ চলাকালীন লোকসভা ও রাজ্যসভায় থাকছেন না৷ সাংসদরাও সংসদ চলাকালীন অনুপস্থিত৷ একাধিকবার সতর্ক করা সত্ত্বেও এই প্রবণতা থামছে না৷ এবার, সংসদে না আসা মন্ত্রীদের তলব করলেন ক্ষুব্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এই বিষয়ে মোদি এতটাই ক্ষুব্ধ যে বিজেপি সংসদীয় দলের বৈঠকে সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীকে বলেন, আমাকে তালিকা করে দিন, কোন কোন মন্ত্রী কতদিন

সংসদে না আসা মন্ত্রীদের তালিকা চাইলেন ক্ষুব্ধ মোদি

নয়াদিল্লি: মন্ত্রীরা সংসদ চলাকালীন লোকসভা ও রাজ্যসভায় থাকছেন না৷ সাংসদরাও সংসদ চলাকালীন অনুপস্থিত৷ একাধিকবার সতর্ক করা সত্ত্বেও এই প্রবণতা থামছে না৷ এবার, সংসদে না আসা মন্ত্রীদের তলব করলেন ক্ষুব্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

এই বিষয়ে মোদি এতটাই ক্ষুব্ধ যে  বিজেপি সংসদীয় দলের বৈঠকে সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীকে বলেন, আমাকে তালিকা করে দিন, কোন কোন মন্ত্রী কতদিন সংসদে হাজির হয়েছেন ও কারা হাজির হচ্ছেন না৷ একইভাবে সাংসদের তালিকাও চান তিনি৷ সাংসদরা অনেকেই লোকসভা ও রাজ্যসভায় গরহাজির৷ কেন? বছরে মাত্র ৩ বার অধিবেশন হয়৷ অধিবেশনে উপস্থিত থাকার জন্যই সাংসদদের ভোট দিয়ে পাঠানো হয়েছে৷ তাহলে তাঁরা থাকেন না কেন? তবে মোদি সাংসদদের থেকেও অনেক বেশি ক্রুদ্ধ হয়েছেন মন্ত্রীদের গরহাজিরা নিয়ে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × one =