মা-শিশুর পুষ্টি অভিযানে ২৫০ কোটি খরচই করেনি রাজ্য: দেবশ্রী

কলকাতা: মা ও শিশুদের পুষ্টি অভিযানে কেন্দ্রীয় প্রকল্প কার্যকর হচ্ছে না রাজ্য৷ দিল্লির পাঠানো প্রায় ২৫০ কোটি টাকার এক পয়সাও খরচ করেনি নবান্ন৷ সংসদে অভিযোগ কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের রাষ্ট্রীমন্ত্রী দেবশ্রী চৌধুরীর৷ পাল্টা দিতে গিয়ে রাজ্যের নারী-শিশু ও সমাজকল্যাণমন্ত্রী শশী পাঁজা৷ তিনি বলেন, অপুষ্টি রোধে নরেন্দ্র মোদির আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় কাজ শুরু করেছিলেন৷

e1505637d58771485e121cae9810d9e3

মা-শিশুর পুষ্টি অভিযানে ২৫০ কোটি খরচই করেনি রাজ্য: দেবশ্রী

কলকাতা: মা ও শিশুদের পুষ্টি অভিযানে কেন্দ্রীয় প্রকল্প কার্যকর হচ্ছে না রাজ্য৷ দিল্লির পাঠানো প্রায় ২৫০ কোটি টাকার এক পয়সাও খরচ করেনি নবান্ন৷ সংসদে অভিযোগ কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের রাষ্ট্রীমন্ত্রী দেবশ্রী চৌধুরীর৷ পাল্টা দিতে গিয়ে রাজ্যের নারী-শিশু ও সমাজকল্যাণমন্ত্রী শশী পাঁজা৷

তিনি বলেন, অপুষ্টি রোধে নরেন্দ্র মোদির আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় কাজ শুরু করেছিলেন৷ অপুষ্টিজনিত সমস্যা এড়াতে ২০১৭ সাল থেকেই স্টেট নিউট্রিশন মিশন চালু করা হয়েছে রাজ্যে৷ বিধানসভায় পেশ করা সরকারি পরিসংখ্যান দিয়ে শশী পাঁজা জানান, তৃণমূল সরকার ক্ষমতায় আসার আগে এ রাজ্যে অপুষ্টির হার ছিল ৪৭.৫২ শতাংশষ তা এখন কমে হয়েছে ৮.৫ শতাংশ৷ কেন্দ্রীয়মন্ত্রী দেবশ্রী চৌধুরীর পাল্টা হুমকি, বাংলার লক্ষ লক্ষ মা-শিশুকে পুষ্টি অভিযান থেকে কেন বঞ্চিত করা হল, তা তিনি জানতে চাইবেন৷ পাশাপাশি ২৫০ কোটি টাকা কেন খরচ করা হল না, তারও ব্যাখ্যা চাইবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *