এনআরসি তালিকা পিছনোর সুপ্রিম আর্জি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টে চূড়ান্ত এনআরসি তালিকা প্রকাশের সময়সীমা বাড়ানোর আর্জি জানাল কেন্দ্র ও অসম সরকার। চূড়ান্ত জাতীয় নাগরিকপঞ্জি ওই সময়ের মধ্যে করা সম্ভব হবে না বলে তারা জানিয়েছে। প্রধান বিচারপতি রঞঢ্জল গগৈর বেঞ্চকে কেন্দ্রের তরফে বলা হয়েছে, ভারত উদ্বাস্তুদের বিশ্ব রাজধানী হতে পারে না। তবে বিদেশি বাছাই প্রক্রিয়ায় বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় স্থানীয় সরকার

d65286c6a37bf7d7aeb7c5aa47c371aa

এনআরসি তালিকা পিছনোর সুপ্রিম আর্জি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টে চূড়ান্ত এনআরসি তালিকা প্রকাশের সময়সীমা বাড়ানোর আর্জি জানাল কেন্দ্র ও অসম সরকার। চূড়ান্ত জাতীয় নাগরিকপঞ্জি ওই সময়ের মধ্যে করা সম্ভব হবে না বলে তারা জানিয়েছে। প্রধান বিচারপতি রঞঢ্জল গগৈর বেঞ্চকে কেন্দ্রের তরফে বলা হয়েছে, ভারত উদ্বাস্তুদের বিশ্ব রাজধানী হতে পারে না।

তবে বিদেশি বাছাই প্রক্রিয়ায় বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় স্থানীয় সরকার কর্মচারীদের মদতে বহু বিদেশি তালিকায় ঢুকে গিয়েছে। ২০১৭ সালে ৩১ ডিসেম্বর এনআরসির প্রথম খসড়া প্রকাশিত হয়। ৩ কোটি ২৯ লাখ আবেদনকারীর মধ্যে ১ কোটি ৯০ লক্ষ নাম পরে সেই তালিকায় ঢোকানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *