নাগাল্যান্ড : ফের পশুদের প্রতি নারকীয় ব্যবহারের নজির রাখল নাগাল্যান্ড। জঙ্গলের মধ্যে একটি পূর্ণ বয়স্ক হাতিকে গুলি করে হত্যা করে তার মাংস দিয়ে মহানন্দে চলল ভুরিভোজ। ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় ক্ষোভে ফেটে পড়েছেন পশুপ্রেমীরা।
জানা গিয়ে ঘটনার সূত্রপাত বুধবার, নাগাল্যান্ডের জুনেবটো জেলায় লিটামি গ্রামের পাশে একটি জঙ্গলে হাতিটিকে হত্যা করা হয়।তারপর হাতিটির ছাল ছাড়িয়ে পিস পিস করে গ্রামবাসীদের মধ্যে মাংস বিতরণ করা হয়।জঙ্গলের মধ্যেই সেই মাংস রান্না করে উল্লাসে চলে বনভোজন।
জানা যায়, কানহমুন ফরেস্ট রেঞ্জে কাজের জন্য অসম থেকে লক্ষ্মী নামের একটি হাতিকে আনে মিজোরামের বনদপ্তর।হৃদরোগে ৪৭ বছরের ওই হাতির মৃত্যুর পর সেটির মাংস নিজেদের মধ্যে ভাগ করে নেয় গ্রামবাসীরা। হাতির সৎকার না করে সেই মাংস বিলি করা হয় গ্রামবাসীদের মধ্যে। এর ফলে তীব্র সমালোচনাও হয়।