১৩২টি গ্রামে কন্যাশিশুর সংখ্যা শূন্য!

উত্তরাখন্ড : ‘বেটি বাচাও, বেটি পড়াও’ প্রকল্প ভারতে শুরু হয়েছে আজ প্রায় চার বছর আগে৷ তবে তাতে যে কোনও লাভ হয়নি, তা ফের প্রমাণিত৷ সমীক্ষায় বলছে, গত তিন মাসে উত্তরাখন্ডের ১৩২টি গ্রামে মোট শিশু জন্ম নিয়েছে ২১৬টি। কিন্তু তার মধ্যে একটিও মেয়ে নেই। ডিসট্রিক্ট ম্যাজিস্ট্রেট আশিষ চৌহান এই বিষয় নিয়ে বলেছেন, তাঁরা এমন একটি চমকপ্রদ

১৩২টি গ্রামে কন্যাশিশুর সংখ্যা শূন্য!

উত্তরাখন্ড : ‘বেটি বাচাও, বেটি পড়াও’ প্রকল্প ভারতে শুরু হয়েছে আজ প্রায় চার বছর আগে৷ তবে তাতে যে কোনও লাভ হয়নি, তা ফের প্রমাণিত৷ সমীক্ষায় বলছে, গত তিন মাসে উত্তরাখন্ডের ১৩২টি গ্রামে মোট শিশু জন্ম নিয়েছে ২১৬টি। কিন্তু তার মধ্যে একটিও মেয়ে নেই। ডিসট্রিক্ট ম্যাজিস্ট্রেট আশিষ চৌহান এই বিষয় নিয়ে বলেছেন, তাঁরা এমন একটি চমকপ্রদ ঘটনা খতিয়ে দেখার চেষ্টা করছে।

কোন কোন জায়গায় এই ঘটনাগুলি ঘটেছে সেইগুলি খোঁজার কাজ চলছে। এবং এর পেছনে লুকিয়ে থাকা আসল কারণও জানবেন তাঁরা।তবে তিনমাসে একটিও মেয়ে শিশু সন্তান জন্ম নেয়নি এমন একটি বললে একদমই ভুল বলা হবে। কারণ এটা হওয়া সম্ভব নয়।সেক্স রেশিওর এমন একটি বিশাল পতন যে ইচ্ছে করে ঘটানো একটি বিষয় তা বোঝাই যাচ্ছে। যেখানে দাঁড়িয়ে আজ সমাজ কোথায় এগোচ্ছে জানা নেই। তবে তা যে খুব একটা সুখের পথে নয়, তা বেশ বোঝা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 5 =