কর্ণাটকের পর এবার কি মধ্যপ্রদেশ? তুঙ্গে চর্চা

ভোপাল: কর্ণাটকে অপারেশন কমলের পর এবার টার্গেট মধ্যপ্রদেশ? মধ্যপ্রদেশে কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা হলেও দল ভাঙানোর কৌশলে এগিয়ে বিজেপি৷ কেননা, এই মুহূর্তে কংগ্রেসের দখলে রয়েছে ১১৪ আসন৷ বিজেপি ১০৮৷ ৪ নির্দল, ২ বিএসপি এবং ১ জন সমাজবাদী বিধায়কের সমর্থনে সরকার গড়েছিলেন কমলনাথ৷ ফলে, এক্ষেত্রে দলবদল ঘটাতে পারে ক্ষমতা দখল করতে পারে বিজেপি৷ এখন মধ্যপ্রদেশের কংগ্রে ৪টি গোষ্ঠীতে

কর্ণাটকের পর এবার কি মধ্যপ্রদেশ? তুঙ্গে চর্চা

ভোপাল: কর্ণাটকে অপারেশন কমলের পর এবার টার্গেট মধ্যপ্রদেশ? মধ্যপ্রদেশে কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা হলেও দল ভাঙানোর কৌশলে এগিয়ে বিজেপি৷ কেননা, এই মুহূর্তে কংগ্রেসের দখলে রয়েছে ১১৪ আসন৷ বিজেপি ১০৮৷ ৪ নির্দল, ২ বিএসপি এবং ১ জন সমাজবাদী বিধায়কের সমর্থনে সরকার গড়েছিলেন কমলনাথ৷ ফলে, এক্ষেত্রে দলবদল ঘটাতে পারে ক্ষমতা দখল করতে পারে বিজেপি৷

এখন মধ্যপ্রদেশের কংগ্রে ৪টি গোষ্ঠীতে বিভক্ত৷ একটি জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, একটি অরুণ যাদব, একটি অজয় সিং এবং আরেকটি কমলনাথ-দিগ্বিজয় সিং গোষ্ঠী। ইতিমধ্যেই বিজেপির তরফে দাবি করা হয়েছে, কংগ্রেসের বহু এমএলএ তাদের সঙ্গে যোগাযোগ করছেন। নির্দল ও শরিক দলের বিধায়কদের টার্গেট করা হয়েছে বলে খবর। ভরসা বিজেপির অর্থবল। বিজেপি কংগ্রেস সরকারের নানা দুর্নীতির কথা তুলে ধরছে। আমলারাও তাদের গণবদলিতে বিরক্ত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 4 =