নয়াদিল্লি: মোদি সরকারের আনা ‘দ্য ন্যাশনাল মেডিকেল কমিশন বিলে’র বিরোধিতায় ২৬ জুলাই পর্যন্ত অনশনে বসছেন গোটা দেশের ডাক্তারি ছাত্রছাত্রীরা। ২৯ জুলাই বিক্ষোভ মিছিল যাবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের অফিস নয়াদিল্লির নির্মাণ ভবনে। সেদিনই ঠিক হবে বিলটির প্রতিবাদে পরবর্তী পদক্ষেপ। আজ এই মর্মে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে সারা ভারতের চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ)৷
কেন্দ্রের নয়া বিল পাশ হলে দুর্নীতি আরও বাড়তে পারে বলেই অভিযোগ করে আইএমএ এক সাংবাদিক সম্মেলন করে বলেছে, সংশোধন ছাড়া এই বিল পাশ হলে গরিব অথচ মেধাবী ছাত্রছাত্রীরাও ডাক্তার হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবেন। পড়ার খরচও হবে নিয়ন্ত্রণহীন।