নয়াদিল্লি: রিয়েল এস্টেট সংস্থা আম্রপালি গ্রুপের সঙ্গে মহেন্দ্র সিং ধোনি ও তাঁর স্ত্রী সাক্ষী ভুয়ো চুক্তির অভিযোগ৷ সুপ্রিম কোর্টে ফরেন্সিক অডিটররা জানিয়েছেন, আম্রপালির টাকা ঘুরপথে সরানো হয়েছে ধোনির কোম্পানিতে৷ ধোনির সংস্থার সঙ্গে আম্রপালির ভুয়ো চুক্তি হয়৷ সেই সংস্থায় ধোনির স্ত্রীও ডিরেকটর৷
ফ্ল্যাট কেনার জন্য ৪২ হাজার ক্রেতার কাছ থেকে নেওয়া টাকা অবিলম্বে ফেরত দিতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷ ক্রেতাদের চাপে ২০১৮ সালে আম্রপালি ছাড়ার আগে পর্যন্ত ৬ বছর তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন ধোনি৷ তিনি অভিযোগ করেছেন, আম্রপালির কাছে তাঁর পাওনা ১৫০ কোটি টাকা৷ ইতিমধ্যেই আম্রপালির রেজিস্ট্রেশন বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট৷