পরিবর্তন এলেও সরকারের স্থায়িত্ব নিয়েই উঠছে প্রশ্ন

কর্ণাটক : মজবুত সরকার দূরঅস্ত, হাতে মাত্র ১০৫ বিধায়ক৷ সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে ২২৪ আসনের কর্ণাটক বিধানসভায় প্রয়োজন ১১৩টি আসন৷ রয়েছে উপনির্বাচন৷ সেখান মরণপণ লড়াই করবে কংগ্রেস আর জেডিএস৷ তবে এই কংগ্রেসস-জেডিএস জোটই বা কদিন টেঁকে তা নিয়ে সংশয় রয়েছে রাজনৈতিক মহলে৷ গৌড়াদের সরকার বাঁচাতে কংগ্রেসের সবাই খুব একটা সক্রিয়ও ছিল না৷ জেডিএসের গুরুত্বপূর্ণ বিধায়করা দলত্যাগ

পরিবর্তন এলেও সরকারের স্থায়িত্ব নিয়েই উঠছে প্রশ্ন

কর্ণাটক : মজবুত সরকার দূরঅস্ত, হাতে মাত্র ১০৫ বিধায়ক৷ সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে ২২৪ আসনের কর্ণাটক বিধানসভায় প্রয়োজন ১১৩টি আসন৷ রয়েছে উপনির্বাচন৷ সেখান মরণপণ লড়াই করবে কংগ্রেস আর জেডিএস৷  তবে এই কংগ্রেসস-জেডিএস জোটই বা কদিন টেঁকে তা নিয়ে সংশয় রয়েছে রাজনৈতিক মহলে৷

গৌড়াদের সরকার বাঁচাতে কংগ্রেসের সবাই খুব একটা সক্রিয়ও ছিল না৷ জেডিএসের গুরুত্বপূর্ণ বিধায়করা দলত্যাগ করায় কুমারস্বামীরাও এখন দুর্বল হয়ে পড়েছেন৷ ২০০৮ সাল থেকে ২০১৩ সালের মধ্যে ইয়েদুরাপ্পা সহ বিজেপির তিন মুখ্যমন্ত্রী দুর্নীতির দায়ে জেলে যেতে হয়েছে৷ এই নড়বড়ে দল নিয়ে সরকার কি আদৌ পোক্ত হতে পারবে, প্রশ্ন উঠছে৷ কংগ্রেস অনৈতিকভাবে ঘোড়া কেনাবেচা করে যেভাবে সরকারকে ফেলেছে, তার বিরুদ্ধে দেশজোড়া আন্দোলনের ডাক দিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 2 =