আরটিআই সংশোধনী বিলে বিস্ফোরক আন্না হাজারে

মহারাষ্ট্র : তথ্য অধিকার আইনের সংশোধন ইস্যুতে কেন্দ্রের কড়া সমালোচনা করলেন সমাজকর্মী আন্না হাজারে৷ বলেছেন, এটা ভারতীয়দের সঙ্গে প্রতারণাই করা হয়েছে৷ দ্য হিন্দু পত্রিকায় প্রকাশিত প্রতিবেজনে আন্না হাজারে বলেন, এই সংশোধনী বিলের সাহায্যে তথ্য কমিশনারদের নিয়োগের ক্ষেত্রে একনায়কত্বের দিকেই পরিচালিত করবে৷ গত মবার লোকসভায় পাশ হয়েছে তথ্য অধিকার সংশোধনী বিল, ২০১৯। এই আইনের বলে

61a2e6e0655e10e6fb7d11700ae6f58a

আরটিআই সংশোধনী বিলে বিস্ফোরক আন্না হাজারে

মহারাষ্ট্র : তথ্য অধিকার আইনের সংশোধন ইস্যুতে কেন্দ্রের কড়া সমালোচনা করলেন সমাজকর্মী আন্না হাজারে৷   বলেছেন, এটা ভারতীয়দের সঙ্গে প্রতারণাই করা হয়েছে৷

দ্য হিন্দু পত্রিকায় প্রকাশিত প্রতিবেজনে আন্না হাজারে বলেন, এই সংশোধনী বিলের সাহায্যে তথ্য কমিশনারদের নিয়োগের ক্ষেত্রে একনায়কত্বের দিকেই পরিচালিত করবে৷ গত মবার লোকসভায় পাশ হয়েছে তথ্য অধিকার সংশোধনী বিল, ২০১৯। এই আইনের বলে তথ্য কমিশনারদের বেতন, মেয়াদ এবং অন্যান্য শর্তাদি নির্ধারণের জন্য সরকারি ক্ষমতা প্রদান করা হবে৷ কেন্দ্রের তরফে জানান হয়েছে, কেন্দ্রীয় তথ্য কমিশনের স্বচ্ছতা ও স্বায়ত্তশাসনের জন্য এই পরিবর্তন আনা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *