স্কুলের জমিতে বাঙ্কার বানিয়ে সেনাকে উপহার পড়ুয়াদের

শ্রীনগর: সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাকিস্তানের তরফে বারবার হামলা হয়েছে৷ দিল্লিও কড়া জবাব দিয়েছে৷ পাকিস্তানকে জবাব দিতে জম্মু সীমান্তে ১৪ হাজার ৪০০টি বাঙ্কার তৈরির সিদ্ধান্তও নেয় কেন্দ্র৷ সেই সিদ্ধান্ত অনুযায়ী প্রথম বাঙ্কারটি তৈরি হল রাজৌরির কালসিয়ান এলাকায়৷ সীমান্তবর্তী স্থানীয় একটি স্কুল কর্তৃপক্ষ তাদের জমিতেই ওই বাঙ্কার তৈরির অনুমতি দেয়৷ গত কয়েকমাস কাজ চলার পর বুধবার বাঙ্কার

c407a087b060bbfb0b598124a473d13f

স্কুলের জমিতে বাঙ্কার বানিয়ে সেনাকে উপহার পড়ুয়াদের

শ্রীনগর: সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাকিস্তানের তরফে বারবার হামলা হয়েছে৷ দিল্লিও কড়া জবাব দিয়েছে৷ পাকিস্তানকে জবাব দিতে জম্মু সীমান্তে ১৪ হাজার ৪০০টি বাঙ্কার তৈরির সিদ্ধান্তও নেয় কেন্দ্র৷ সেই সিদ্ধান্ত অনুযায়ী প্রথম বাঙ্কারটি তৈরি হল রাজৌরির কালসিয়ান এলাকায়৷ সীমান্তবর্তী স্থানীয় একটি স্কুল কর্তৃপক্ষ তাদের জমিতেই ওই বাঙ্কার তৈরির অনুমতি দেয়৷

গত কয়েকমাস কাজ চলার পর বুধবার বাঙ্কার তৈরি করে সেনার হাতে তুলে দেওয়া হয়৷ নিজেদের স্কুলের জমিতে বাঙ্কার তৈরি করে সেনাদের উৎসর্গ করে পড়ুয়ারা৷ এবিষয়ে স্কুলের প্রধান শিক্ষক ফোনে জানান, এই কাজে তাঁরা খুব খুশি সেনাকে তাঁদের জমিতে বাঙ্কার তৈরি করে দেওয়ার জন্য৷ সেনা দেশকে রক্ষা করছে৷ আর তাদের জন্য এটুকু করতে পেরে তাঁরা গর্বিত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *