মোহময়ীদের ফাঁদে পা দেবেন না, জওয়ানদের সতর্ক করল সেনা

নয়াদিল্লি: মোহময়ীদের ফাঁদে পা দেবেন না, জওয়ানদের সতর্ক করল সেনা৷ কিন্তু, হঠাৎ কেন সতর্কতা? গোয়েন্দারা জানতে পেরেছেন, সেনার খবরা-খবর পেতে গুপ্তচররা সেনা অফিসার থেকে জওয়ানদের টার্গট করেছে৷ সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল তৈরি করে সেনাবাহিনীকে ফাঁদে ফেলার চেষ্টা করা হচ্ছে৷ গুপ্তচররা সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে গোপন তথ্য জোগাড় করার চেষ্টা করছে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন গোয়েন্দারা৷ বিভিন্ন

38ec57bd973bd4d1367a66ecdabbc0ba

মোহময়ীদের ফাঁদে পা দেবেন না, জওয়ানদের সতর্ক করল সেনা

নয়াদিল্লি: মোহময়ীদের ফাঁদে পা দেবেন না, জওয়ানদের সতর্ক করল সেনা৷ কিন্তু, হঠাৎ কেন সতর্কতা? গোয়েন্দারা জানতে পেরেছেন, সেনার খবরা-খবর পেতে গুপ্তচররা সেনা অফিসার থেকে জওয়ানদের টার্গট করেছে৷

সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল তৈরি করে সেনাবাহিনীকে ফাঁদে ফেলার চেষ্টা করা হচ্ছে৷ গুপ্তচররা সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে গোপন তথ্য জোগাড় করার চেষ্টা করছে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন গোয়েন্দারা৷ বিভিন্ন নামের একাধিক প্রোফাইল খোলা হয়েছে বলেও জানতে পেরেছেন গোয়েন্দারা৷ এই প্রোফাইলের মাধ্যমে অতি সরল সেনা কর্মীরা ফাঁদ পাতা হচ্ছে৷ জানুয়ারিতে মোহময়ীর ফাঁদে পড়ে এক সেনাকর্মী সিপাই সোমবীর সিং গোপন তথ্য দিয়েছিলেন পাক গোয়েন্দা সংস্থার চরেদের কাছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *