করুণার মূর্তি উন্মোচনে আমন্ত্রিত মমতা, যেতে পারেন চেন্নাই

কলকাতা: তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী করুণানিধির মূর্তি উন্মোচন অনুষ্ঠানে এবার আমন্ত্রণ পেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ডিএমকের তরফে মমতাকে আমন্ত্রণ জানানো হয়েছে৷ বৃহস্পতিবার ডিএমকে সাংসদ তিরুচি শিবা নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানান৷ আগামী ৭ আগস্ট চেন্নাইতে ওই অনুষ্ঠান হবে৷ নবান্ন সূত্র খবর, মুখ্যমন্ত্রী ওই আমন্ত্রণ গ্রহণ করেছেন৷ সব কিছু ঠিকঠাক থাকলে তিনি চেন্নায় যেতে পারেন৷ এই

c6503171aedb9df4ede25a416a87b85e

করুণার মূর্তি উন্মোচনে আমন্ত্রিত মমতা, যেতে পারেন চেন্নাই

কলকাতা: তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী করুণানিধির মূর্তি উন্মোচন অনুষ্ঠানে এবার আমন্ত্রণ পেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ডিএমকের তরফে মমতাকে আমন্ত্রণ জানানো হয়েছে৷ বৃহস্পতিবার ডিএমকে সাংসদ তিরুচি শিবা নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানান৷ আগামী ৭ আগস্ট চেন্নাইতে ওই অনুষ্ঠান হবে৷ নবান্ন সূত্র খবর, মুখ্যমন্ত্রী ওই আমন্ত্রণ গ্রহণ করেছেন৷ সব কিছু ঠিকঠাক থাকলে তিনি চেন্নায় যেতে পারেন৷

এই মুহূর্তে ডিএমকে সুপ্রিমো এম করুণানিধির ছেলে স্ট্যালিন৷ এম করণানিধির মৃত্যুর পর থেকেই ডিএমকের সভাপতি হিসাবে স্ট্যালিনকে নির্বাচিত করা হয় দলের তরফে৷ লোকসভা নির্বাচনের আগে ১৯ জানুয়ারি তৃণমূলের ব্রিগেড সমাবেশে যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের প্রধানমন্ত্রী পদে তুলে ধরার চেষ্টা করেন স্ট্যালিন৷ ২০১৭ সালের ৭ অগাস্ট প্রয়াত হন এম করণানিধি৷

মনে করা হচ্ছে, চেন্নায় গিয়ে জাতীয় স্তরে বিজেপি বিরোধী আন্দোলনের রণকৌশল নিয়ে ডিএমক নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *