লাটে উঠবে তথ্য জানার অধিকার? বিল পাশ কেন্দ্রের

নয়াদিল্লি: বিরোধীদের প্রবল আপত্তি সত্ত্বেও রাজ্যসভায় পাশ হয়ে গেল তথ্য জানার অধিকার আইন সংশোধনী বিল৷ লোকসভার পর রাজ্যসভায় এই বিল পাশ হওয়ায় আইন আনতে আরও কোনও সমস্যা হওয়ার কথা না কেন্দ্রের৷ রাষ্ট্রপতির সইয়ের পর্ব মিটলেই থ্য জানার অধিকার আইনে বড়বড় পরিবর্তন ঘটাতে পারে কেন্দ্র৷ এদিন এই বিল পাশ করাতে বিজু জনতা দলের সমর্থন চেয়ে ওড়িশার

লাটে উঠবে তথ্য জানার অধিকার? বিল পাশ কেন্দ্রের

নয়াদিল্লি: বিরোধীদের প্রবল আপত্তি সত্ত্বেও রাজ্যসভায় পাশ হয়ে গেল তথ্য জানার অধিকার আইন সংশোধনী বিল৷ লোকসভার পর রাজ্যসভায় এই বিল পাশ হওয়ায় আইন আনতে আরও কোনও সমস্যা হওয়ার কথা না কেন্দ্রের৷ রাষ্ট্রপতির সইয়ের পর্ব মিটলেই থ্য জানার অধিকার আইনে বড়বড় পরিবর্তন ঘটাতে পারে কেন্দ্র৷

এদিন এই বিল পাশ করাতে বিজু জনতা দলের সমর্থন চেয়ে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে কথা বলেন খোদ নরেন্দ্র মোদি৷ মোদির অনুরোধে কাজ হয়৷ নবীন পট্টনায়েকের দল বিলের সমর্থন জানালেও ওয়াকআউট করে কংগ্রেস৷ কংগ্রেসের এই সিদ্ধান্তের জেরে কার্যত ফাঁকা মাঠে গোল দিয়ে ফেলে মোদির দল৷ তবে, বৃহস্পতিবার আরটিআই আইন নিয়ে সংসদে ব্যাপক হট্টগোল তৈরি হয়৷

আজ রাজ্যসভা তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন এই বিলের তীব্র বিরোধীতা করে বলেন, ‘‘সংসদকে খতিয়ে দেখতে হবে এই বিল৷ সেই কারণে বিলটি স্ক্রুটিনির প্রয়োজন৷ এটা কোনও টি-২০ ম্যাচ নয়৷’’ এর আগে বিলটিকে সিলেট কমিটিতে পাঠানোর দাবিও জানানো হলেও সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সোমবার বিলটি লোকসভায় পাশ করিয়ে দেন কেন্দ্র৷

কিন্তু, ঠিক কী নিয়ে এত বিতর্ক? জানা গিয়েছে, বর্তমানে তথ্য কমিশনারের কাজের মেয়াদ পাঁচ বছর৷ তবে কেন্দ্রীয় সরকারের মতানুযায়ী এই মেয়াদকাল বাড়ানো হতে পারে৷ তাঁদের বেতনও নির্ধারণ করবে কেন্দ্রীয় সরকার৷ তথ্য কমিশনারের বেতন নির্বাচন কমিশনের আধিকারিকদের সমান৷ বিরোধীদের অভিযোগ, এর মাধ্যমে কমিশনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে কেন্দ্র৷ তথ্য জানার অধিকার আন্দোলনকারীদের দাবি, এই পদক্ষেপের ফলে স্বাধীন সিদ্ধান্ত নিতে কমিশনের কাজ বাধাপ্রাপ্ত হবে৷ যদিও সরকারের তরফে বলা হচ্ছে, তথ্য কমিশনারের কোনও ক্ষমতা কমানো হচ্ছে না৷ শুধুমাত্র কতগুলি বিশৃঙ্খলা ঠিক করা হচ্ছে৷ কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, আমরা হস্তক্ষেপ করছি না৷ প্রতিষ্ঠানের স্বশাসনে প্রভাব পড়ার মতো কিছু করা হবে না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 6 =