সুন্দরবনে সাফারির প্রস্তাব, আস্বাস কেন্দ্রের

নয়াদিল্লি: সুন্দরবনে টাইগার সাফারি চালু করার দিবিতে লোকসভায় সরব তৃণমূল৷ বিষয়টিকে ভেবে দেখার আশ্বাস কেন্দ্রের৷ এই বিষয়ে নির্দিষ্ট প্রস্তাব কেন্দ্রের বন ও পরিবেশমন্ত্রককে জমা দিতেও আর্জি জানানো হয়েছে৷ মনে করা হচ্ছে, তৃণমূলের পাঠানো প্রস্তাবে খতিয়ে দেখে সুন্দরবনে টাইগার সাফারির অনুমোদন দিতে পারে কেন্দ্র৷ লোকসভার প্রশ্নোত্তর পর্বে তৃণমূল সংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, সারা দেশে যত জঙ্গল

সুন্দরবনে সাফারির প্রস্তাব, আস্বাস কেন্দ্রের

নয়াদিল্লি: সুন্দরবনে টাইগার সাফারি চালু করার দিবিতে লোকসভায় সরব তৃণমূল৷ বিষয়টিকে ভেবে দেখার আশ্বাস কেন্দ্রের৷  এই বিষয়ে নির্দিষ্ট প্রস্তাব কেন্দ্রের বন ও পরিবেশমন্ত্রককে জমা দিতেও আর্জি জানানো হয়েছে৷ মনে করা হচ্ছে, তৃণমূলের পাঠানো প্রস্তাবে খতিয়ে দেখে সুন্দরবনে টাইগার সাফারির অনুমোদন দিতে পারে কেন্দ্র৷

লোকসভার প্রশ্নোত্তর পর্বে তৃণমূল সংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, সারা দেশে যত জঙ্গল রয়েছে, তার মধ্যে সুন্দরবন অন্যত৷ এর খ্যাতি গোটা বিশ্বে৷ রয়্যাল বেঙ্গল টাইগারের জন্যই সুন্দরবন বিশেষভাবে পরিচিত৷ তাই পর্যটক টানতে সুন্দরবনে টাইগার সাফারির প্রস্তাবও দেন তিনি৷

সুন্দরবনের সঙ্গে আফ্রিকার প্রসঙ্গ টেনে এনে সুদীপবাবু জানান, দক্ষিণ আফ্রিকায় ওয়াক উইথ দ্য লায়ন নামে লায়ন সাফারি হয়৷ সুন্দরবনে কি এরকম একটি টাইগার সাফারি চালু করা যায় না? তাহলে সারা বিশ্বে সুন্দরবনের আকর্ষণ আরও কয়েকগুণ বেড়ে যাবে৷ জবাবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন কেন্দ্রীয় বন ও পরিবেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী বাবুল সুপ্রিয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *