বাংলার ‘গণতন্ত্র বাঁচাতে’ দিল্লিতে ধর্না বঙ্গ বিজেপির ১৮ সাংসদের

নয়াদিল্লি: বাংলার রাজনৈতিক ‘হত্যা’র প্রসঙ্গ তুলে এবার সংসদে গান্ধী মূর্তির সামনে তৃণমূলের দেখানো পথে ধর্না দিলেন বিজেপির ১৮ সাংসদ৷ হাতে পোস্টার নিয়ে বাংলায় ‘গণতন্ত্র বাঁচানো’র ডাক বিজেপি সাংসদের৷ বিজেপির দাবি, ভোট ও ভোট পরবর্তী সময়ে বাংলায় ১০০ জনের বেশি কর্মী খুন হয়েছেন৷ কিন্তু, সেগুলিকে রাজনৈতিক হত্যা বলতে নারাজ বাংলার সরকার৷ বিজেপি সাংসদের এই কর্মসূচিকে পাল্টা

37d0b7f6c311f9589ca0bb2387ff1423

বাংলার ‘গণতন্ত্র বাঁচাতে’ দিল্লিতে ধর্না বঙ্গ বিজেপির ১৮ সাংসদের

নয়াদিল্লি: বাংলার রাজনৈতিক ‘হত্যা’র প্রসঙ্গ তুলে এবার সংসদে গান্ধী মূর্তির সামনে তৃণমূলের দেখানো পথে ধর্না দিলেন বিজেপির ১৮ সাংসদ৷ হাতে পোস্টার নিয়ে বাংলায় ‘গণতন্ত্র বাঁচানো’র ডাক বিজেপি সাংসদের৷ বিজেপির দাবি, ভোট ও ভোট পরবর্তী সময়ে বাংলায় ১০০ জনের বেশি কর্মী খুন হয়েছেন৷ কিন্তু, সেগুলিকে রাজনৈতিক হত্যা বলতে নারাজ বাংলার সরকার৷

বিজেপি সাংসদের এই কর্মসূচিকে পাল্টা খোঁচা দিতে ছাড়েননি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া মানস ভুইঞা৷ সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, ‘‘বিজেপির সাংসদরা কি একবার চোখ বন্ধ করে ভাবে দেখবেন উত্তরপ্রদেশে কী অবস্থা৷ বিজেপি শাসিত রাজ্যের দিকে তাকিয়ে বাংলার নিয়ে কথা বলুক সাংসদরা৷’’

বাংলায় কোনও রাজনৈতিক হত্যা হয়নি৷ বিজেপি কর্মীরাই তৃণমূল কর্মীদের হত্যা করছে বলে আগেই বিবৃতি দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ যদিও, মুখ্যমন্ত্রীর এই অভিযোগ উড়িয়ে বিজেপির অভিযোগ, বাংলায় পঞ্চায়েত নির্বাচন থেকে হালের লোকসভা নির্বাচনে এখনও পর্যন্ত বাংলায় ৬৪ জন বিজেপি কর্মী রাজনৈতিক হিংসার বলি হয়েছেন৷ সূত্রের খবর, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের নির্দেশে এ যাবৎ রাজনৈতিক হিংসায় প্রাণ হারানো ৬৪ জন বিজেপি কর্মী-সমর্থকদের তালিকা দিল্লি পাঠানো হয়েছে৷ সেই তালিকা নিয়ে কর্মসমিতির বৈঠক হতে চলেছে৷ প্রধানমন্ত্রীও বাংলার বিজেপি সাংসদের নির্দেশ দিয়েছেন, তাঁরা যেন বাংলার বর্তামন পরিস্থিতি নিয়ে অন্য সাংসদরের কাছে তা তুলে ধরেন৷ এবার সেই পথে হেঁটে গোটা দেশের সামনে বাংলার ‘উন্নয়নের বিজ্ঞাপন’ তুলে ধরলেন বঙ্গ বিজেপির সাংসদরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *