নয়াদিল্লি: জঙ্গি হামলার শঙ্কায় ভেস্তে গেল অমরনাথ যাত্রা৷ বিজ্ঞপ্তি জারি করে তীর্থযাত্রীদের ফেরার নির্দেশ জম্মু-কাশ্মীর প্রশাসনের৷ গোয়েন্দারা জানতে পেরেছেন, পাক সেনার মদতপুষ্ট জঙ্গি সংগঠন উপত্যকায় অশান্তি ছড়াতে বড়সড় ছক কষেছে৷ সেখানে অমরনাথ যাত্রীদের উপর জঙ্গি হামলার ছক রয়েছে পাক জঙ্গিদের৷ সেই সংক্রান্ত বেশ কিছু তথ্যপ্রমাণ ইতিমধ্যেই হাতে পয়েছে সেনা৷ আর সেই কারণে যাত্রীদের ফেরার নির্দেশ দেওয়া হয়েছে৷
উপত্যকায় থাকা সাধারণ পর্যটক ও অমরনাথ যাত্রীদের যত শীঘ্র সম্ভব ফিরে যেতে বলল জম্মু-কাশ্মীর প্রশাসন৷ সেনাবাহিনী ও জম্মু-কাশ্মীর পুলিশের পক্ষ থেকে একটি যৌথ সাংবাদিক বৈঠকে লেফটেনন্ট জেনারেল কেজেএস ঢিলোঁ জানান, গত তিন চারদিন পাক সেনার মদতপুষ্ট জঙ্গিরা অমরনাথ যাত্রার রুটে হামলা চালাতে পারে বলে গোয়েন্দা রিপোর্ট ছিল৷ সেই রিপোর্টের ভিত্তিতে সেনাবাহিনীর অভিযানে পাক সেনার ব্যবহৃত প্রচুর অস্ত্র, ল্যান্ডমাইন উদ্ধার হয়েছে৷
এর কিছুক্ষণের মধ্যেই জম্মু-কাশ্মী প্রশাসনের তরফে পর্যটক ও অমরনাথ যাত্রীদের জন্য একটি অ্যাডভাইসরি প্রকাশ করা হয়৷ সেখানে জঙ্গি হামলার আশঙ্কার উল্লেখ করে তাঁদের উপত্যকা ছাড়ার অনুরোধ জানানো হয়েছে৷