মুম্বই: এতদিন ছিল বিরোধীদের মুখে৷ এবার তা পৌঁছে গেল খোদ আদালতের দরবারে৷ নোটবন্দি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বিরোধীরা বিদ্রোহ দেখালেও এবার সেই একই ইস্যুতে রিজার্ভ ব্যাংককে তিরস্কার করল বম্বে হাইকোর্ট৷ নোটবন্দির ব্যর্থতার রিপোর্ট চাইল আদালত৷
আরবিআই-এর এই ঘন ঘন নোটের আকার পরিবর্তনের ফলে দৃষ্টিহীনদের অসুবিধার মুখে পড়তে হচ্ছে৷ তাঁদের কথা মাথায় রেখে নোট ও কয়েন তৈরির আবেদন জানিয়ে সম্প্রতি, বম্বে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর ব্লাইন্ডস৷ এনএবির ওই মামলার পরিপ্রেক্ষিতে বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি প্রদীপ নন্দ্রাযোগ ও বিচারপতি নীতিন জামদারের বেঞ্চ আরবিআইয়ের কাজের তীব্র সমালোচনা করে রিপোর্ট তলবের নির্দেশ দেয়৷
মামলার শুনানি চলাকালীন প্রধান বিচারপতি প্রদীপ নন্দ্রাযোগের পর্যবেক্ষণ, রিজার্ভ ব্যাংক জাল টাকার কথা বলেই চলেছে৷ কিন্তু, কোথায় জাল নোট? বিমুদ্রাকরণ করে কি লাভ হয়েছে? কেন নোটবন্দি বিফলে গেল? কেন্দ্রের নোটবন্দির সিদ্ধান্তের পর বাজারে নতুন ৫০০ টাকা ও ২ হাজার টাকার নোট এনেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক৷ দেশে জাল টাকার অবাধ গতি আটকাতে নতুন ১০০ টাকা, ৫০ টাকা এমনকী ২০ টাকা ও ১০ টাকার নোট এনেছে আরবিআই৷ কিন্তু এর পরও কীভাবে বাজারে জালনোট আসছে? এই নিয়ে চাওয়া হয়েছে রিপোর্ট৷