নয়াদিল্লি: ফের উত্তপ্ত কাশ্মীর৷ ছড়িয়ে আতঙ্ক৷ জারি হয়েছে ১৪৪ ধারা৷ কিছু এলাকায় কারফিউ জারি হয়েছে৷ বন্ধ ইন্টারনেট৷ স্তব্ধ টেলি যোগাযোগ৷ নিয়ন্ত্রণরেখায় বাড়ানো হয়েছে সেনা৷ পাক সেনার হামলার যোগ্য জবাবও দিতে শুরু করেছে ভারতীয় সেনা৷ ইতিমধ্যেই ভারতীয় সেনার গুলিতে মৃত্যু হয়েছে অন্তত চার পাক জওয়ানের৷ খতম আরও তিন জঙ্গি৷
টানা সংঘর্ষের পর ভারতীয় সেনার তরফে পাকিস্তানকে সংঘর্ষ বিরতির সঙ্কেত হিসেবে সাদা পতাকা উড়িয়ে মৃতদেহ ফেরৎ নিয়ে যেতে বলা হলেও পাত্তা দেয়নি ইসলামাবাদ৷ ফলে, জঙ্গলের মধ্যেই পচন ধরতে শুরু করেছে দেহ৷ যদিও, ভারতীয় সেনার গুলিতে পাক জওয়ানদের মৃত্যুর খবর অস্বীকার করেছেন পাক সেনা৷ আর এই নিয়ে নতুন করে তৈরি হয়েছে কাশ্মীর সঙ্কট৷
জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ উপত্যকাজুড়ে চলা আতঙ্ক ও জল্পনার মধ্যেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল থেকে শুরু করে ইন্টেলিজেন্স ব্যুরো চিফ অরবিন্দ কুমার, রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংয়ের সামন্ত গোয়েল, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজীব গৌবা সহ অন্যান্য শীর্ষ আধিকারিকদের নিয়ে দীর্ঘ বৈঠক করেছেন৷ বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে সরকারি তরফে অবশ্য কোনও কিছু জানানো হয়নি৷