কাশ্মীর সঙ্কট: প্রতিবাদের আগুন এবার বাংলায়, হোক ধিক্কার!

শ্রীনরগ: গৃহবন্দি কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতি৷ মধ্যরাতে গ্রেপ্তার কংগ্রেস নেতা উসমান মজিদ ও সিপিএমের এমএলএ নেতা এম ওয়াই তারিগামি৷ দলীয় নেতা ইউসুফ তারিগামিরের গ্রেপ্তারির প্রতিবাদ-সহ কাশ্মীর সঙ্কটের প্রতিবাদে আজই রাজপথে নামছে বামফ্রন্ট৷ বাম নেতৃত্বের অভিযোগ, কাশ্মীর সমস্যার সমাধানের বদলে জটিলতা বাড়ানোর হচ্ছে৷ গোটা দেশজুড়ে অশান্ত বাতাবরণ তৈরি করছে কেন্দ্র৷ সমস্ত

কাশ্মীর সঙ্কট: প্রতিবাদের আগুন এবার বাংলায়, হোক ধিক্কার!

শ্রীনরগ: গৃহবন্দি কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতি৷ মধ্যরাতে গ্রেপ্তার কংগ্রেস নেতা উসমান মজিদ ও সিপিএমের এমএলএ নেতা এম ওয়াই তারিগামি৷ দলীয় নেতা ইউসুফ তারিগামিরের গ্রেপ্তারির প্রতিবাদ-সহ কাশ্মীর সঙ্কটের প্রতিবাদে আজই রাজপথে নামছে বামফ্রন্ট৷

বাম নেতৃত্বের অভিযোগ, কাশ্মীর সমস্যার সমাধানের বদলে জটিলতা বাড়ানোর হচ্ছে৷ গোটা দেশজুড়ে অশান্ত বাতাবরণ তৈরি করছে কেন্দ্র৷ সমস্ত বিরোধী নেতৃত্বকে গ্রেপ্তার বা গৃহবন্দি করে গণতন্ত্রকে হত্যার করার চেষ্টা করছে কেন্দ্রে৷ কাশ্মীর সঙ্কট নিয়ে প্রতিবাদ করতেই ইউসুফ তারিগামিকে গ্রেপ্তার করা হয়েছে৷ বাম নেতাকে অবিলম্বে মুক্তি ও কাশ্মীরে শান্তি ফেরানোর দাবিতে এবার পথে নামছে বাম নেতৃত্ব৷ আজ বিকেল ৪ টেয় ধর্মতলা লেনিন মূর্তি থেকে
মহাজাতি সদন পর্যন্ত ‘হোক ধিক্কার’ মিছিলের ডাক দেওয়া হয়েছে৷

কাশ্মীর সঙ্কট: প্রতিবাদের আগুন এবার বাংলায়, হোক ধিক্কার!গৃহবন্দি প্রসঙ্গে ওমর টুইটারে জানিয়েছেন, তাঁকে কী কারণে বন্দি করা হয়েছে তা তিনি জানেন না৷ মেহবুবার জানান, শান্তির জন্য যাঁরা লড়াই করতে তাঁকে গৃহবন্দি করা হয়েছে৷ কীভাবে কাশ্মীরে বিরোধীদের কণ্ঠস্বর স্তব্ধ করা হচ্ছে, তা দুনিয়া দেখছে বলেও মন্তব্য করেন তিনি৷ ইতিমধ্যেই গোটা জন্ম ও কাশ্মীরে জারি হয়েছে ১৪৪ ধারা৷ কাশ্মীরকাণ্ডে কংগ্রেসের শশী থারুর জানিয়েছেন, এই সঙ্কটে তাঁরা বিরোধীদের পাশে থাকবেন৷

রবিবারই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লিতে নিরাপত্তা অফিসারদের সঙ্গে বৈঠক করেছেন৷ আজ সোমবার কাশ্মীর পরিস্থিতি নিয়ে সোমবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে ডাকা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার জরুরি বৈঠক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 8 =