ভূস্বর্গ থেকে রিপোর্ট পাঠালেন ডোভাল, কী জানালেন মোদির সেনাপতি?

শ্রীনগর: ৩৭০ ধারা বাতিলের পর কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে৷ ভূস্বর্গ থেকে গ্রাউন্ড রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে পাঠালেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল৷ কেন্দ্রের সিদ্ধান্তকে কাশ্মীরবাসী স্বাগত জানিয়েছে বলেও রিপোর্টে জানিয়েছেন তিনি৷ নিজে উপস্থিত থেকে নিরাপত্তা ব্যবস্থার প্রতি কড়া নজর রাখতে কাশ্মীরেই রয়েছেন অজিত ডোভাল৷ ৩৭০ ধারা বাতিলের পর নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে অমিত শাহের মন্ত্রকের কাছে

ভূস্বর্গ থেকে রিপোর্ট পাঠালেন ডোভাল, কী জানালেন মোদির সেনাপতি?

শ্রীনগর: ৩৭০ ধারা বাতিলের পর কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে৷ ভূস্বর্গ থেকে গ্রাউন্ড রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে পাঠালেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল৷ কেন্দ্রের সিদ্ধান্তকে কাশ্মীরবাসী স্বাগত জানিয়েছে বলেও রিপোর্টে জানিয়েছেন তিনি৷

নিজে উপস্থিত থেকে নিরাপত্তা ব্যবস্থার প্রতি কড়া নজর রাখতে কাশ্মীরেই রয়েছেন অজিত ডোভাল৷ ৩৭০ ধারা বাতিলের পর নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে অমিত শাহের মন্ত্রকের কাছে রিপোর্ট পাঠিয়েছেন তিনি৷ রিপোর্টে ডোভাল জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরে শান্তি রয়েছে৷ কোনও অপৃতিকর ঘটনা ঘটেনি৷ কোনও বিক্ষোভ হয়নি৷ মানুষ নিজেদের জরুরি কাজে বেরিয়েছেন বলেও দাবি করেছেন ডোভাল৷

পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরকে ফের রাজ্যে পরিণত করা হবে বলে অমিত শাহের বিবৃতিতে আশ্বস্ত স্থানীয়রা৷ স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, উপযুক্ত সময় এলে পরিস্থিতির উন্নতি হলে ফের জম্মু ও কাশ্মীরকে রাজ্যে পরিণত করা হবে৷ আমরাও চাই না চিরকাল কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল থাকুক৷ এই মন্তব্যকে কাশ্মীরিরা স্বাগত জানিয়েছেন বলে দাবি ডোভালের৷ বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পর কাশ্মীরে সব স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক করবেন ডোভাল৷ প্রশাসন, আমলা, বাহিনী সব পক্ষের সঙ্গে কথা বলবেন তিনি৷ যে কোনও পরিস্থিতি সামাল দেওয়ার জন্যই তাঁকে শ্রীনগরে রাখা হয়েছে বলে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 18 =