গভীর সংকটে উন্নাওয়ের নির্যাতিতা, ভরসা এখন দিল্লির এইমস

নয়াদিল্লি: গভীর সংকটে উন্নাওয়ের নির্যাতিতা৷ ও তাঁর আইনজীবী৷ পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় নির্যাতিতা ও তাঁর আইনজীবীর চিকিৎসার জন্য দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ সুপ্রিম কোর্টের নির্দেশেই তাঁদের দিল্লির এইমসে ভর্তি করানো হয়েছে বলে খবর৷ রায়বরেলীতে গাড়ি দুর্ঘটানার পর আশঙ্কাজনক অবস্থায় লখনউয়ের কিং জর্জস মেডিক্যাল ইউনিভার্সিটিতে ভর্তি ছিলেন উন্নাওয়ের নির্যাতিতা ও তাঁর এক আইনজীবী৷ ইতিমধ্যেই ওই

গভীর সংকটে উন্নাওয়ের নির্যাতিতা, ভরসা এখন দিল্লির এইমস

নয়াদিল্লি: গভীর সংকটে উন্নাওয়ের নির্যাতিতা৷ ও তাঁর আইনজীবী৷ পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় নির্যাতিতা ও তাঁর আইনজীবীর চিকিৎসার জন্য দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ সুপ্রিম কোর্টের নির্দেশেই তাঁদের দিল্লির এইমসে ভর্তি করানো হয়েছে বলে খবর৷

রায়বরেলীতে গাড়ি দুর্ঘটানার পর আশঙ্কাজনক অবস্থায় লখনউয়ের কিং জর্জস মেডিক্যাল ইউনিভার্সিটিতে ভর্তি ছিলেন উন্নাওয়ের নির্যাতিতা ও তাঁর এক আইনজীবী৷ ইতিমধ্যেই ওই দুর্ঘটনায় নির্যাতিতার দুই আত্মীয়ের মৃত্যু হয়েছে৷ পরিস্থিতি দিনে দিনে অবনতি হওয়ায় এয়ার অ্যাম্বুল্যান্সে দিল্লি নিয়ে যাওয়া হয় তাঁদের৷

দিল্লি বিমানবন্দর থেকে এইমস পর্যন্ত ১৪ কিলোমিটার পথ গ্রিন করিডরের ব্যবস্থা করে দিল্লি পুলিশ৷ উন্নাওয়ের নির্যাতিতাকে এইমসে ভর্তির বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশেই এই ব্যবস্থা বলে জানা গিয়েছে৷ প্রথমে লখনউয়ের হাসপাতাল থেকে নির্যাতিতাকে টানাহেঁচড়া করার উপর নিষেধাজ্ঞা জারি করে আদালত৷ পরে বিচারপতি দীপক গুপ্ত ও বিচারপতি অনিরুদ্ধ বসুর বেঞ্চে নির্যাতিতার আইনজীবী রাধাকৃষ্ণ রেড্ডি জানান, পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় তাঁদের এইমসে চিকিৎসা প্রয়োজন৷ সেই কারনে নির্যাতিতাকে দিল্লি নিয়ে যাতে আবেদন করা হয়৷ আদালতের অনুমতির পর ভেন্টিলেটর থেকে তাঁকে দিল্লি নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়৷

অন্যদিকে, দিল্লির একটি আদালত ধর্ষণে অভিযুক্ত বিজেপির বিধায়ক কুলদীপ সেঙ্গারকে উত্তরপ্রদেশের সীতাপুর জেল থেকে দিল্লির তিহাড় জেলে পাঠানো হয়েছে৷ সেঙ্গার ও তার সঙ্গী শশী সিংহকে আদালতে পেশ করা হয়েছে৷ উন্নাও মামলার বিচারপ্রক্রিয়া দিল্লিতে স্থানান্তরিত করে ৪৫ দিনের মধ্যে তা শেষ করার নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 5 =