অবশেষে কার্যকর কাশ্মীর পুনর্গঠন বিল, পাস সংসদে

নয়াদিল্লি: সাত দশকের চুক্তি রাতারাতি খারিজ করে কাশ্মীর ইস্যুতে ঐতিহাসিক সিদ্ধান্ত কেন্দ্রের৷ অবশেষে বাতিল হল জম্মু ও কাশ্মীরকে দেওয়া বিশেষ মর্যাদা দেওয়া ৩৭০ ধারা৷ সংসদের দুই কক্ষেই পাস কাশ্মীর পুনর্গঠন বিল৷ আজ, মঙ্গলবার লোকসভায় দিনভর বিতর্কের পর ভোটাভুটিতে কাশ্মীর পুনর্গঠন বিলের পক্ষে ৩৬৬টি ভোট পড়ে৷ বিপক্ষে ভোটে সংখ্যা মাত্র ৬৬টি৷ এদিন মোট ৪৩৩ জন সাংসদ

অবশেষে কার্যকর কাশ্মীর পুনর্গঠন বিল, পাস সংসদে

নয়াদিল্লি: সাত দশকের চুক্তি রাতারাতি খারিজ করে কাশ্মীর ইস্যুতে ঐতিহাসিক সিদ্ধান্ত কেন্দ্রের৷ অবশেষে বাতিল হল জম্মু ও কাশ্মীরকে দেওয়া বিশেষ মর্যাদা দেওয়া ৩৭০ ধারা৷ সংসদের দুই কক্ষেই পাস কাশ্মীর পুনর্গঠন বিল৷ আজ, মঙ্গলবার লোকসভায় দিনভর বিতর্কের পর ভোটাভুটিতে কাশ্মীর পুনর্গঠন বিলের পক্ষে ৩৬৬টি ভোট পড়ে৷ বিপক্ষে ভোটে সংখ্যা মাত্র ৬৬টি৷ এদিন মোট ৪৩৩ জন সাংসদ ভোটে অংশ নেন৷ সোমবার রাজ্যসভায় তুমুল বিতর্কের পর পাস হয়ে যায় কেন্দ্রের নয়া বিল৷ অমিত শাহের প্রস্তাবের পক্ষে রাজ্যসভায় ১২৫টি পক্ষে ভোট পড়ে৷ দুই কক্ষেই ভোটে অংশ নেয়নি তৃণমূল৷

এদিন লোকসভায় কাশ্মীর পুনর্গঠন বিল পেশ করে পাক অধিকৃত কাশ্মীরও ভারতের অন্তর্ভূক্ত বলে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর৷ রাজ্যসভার পর আজ বিলটি লোকসভায় পেশ করা হয়৷ কাশ্মীর ইস্যু তুলে ধরে স্বারাষ্ট্রমন্ত্রীকে অমিত শাহকে আক্রমণ অধীর চৌধুরীর৷

এদিন অধিবেশন শুরুতেই লোকসভায় কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়ার প্রস্তাব দেন অমিত শাহ৷ এই প্রস্তাবের বিরোধিতা করে পাল্টা আক্রমণ করেন কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী৷ নিয়ম না মেনেই জম্মু-কাশ্মীর ভাগ করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন অধীর৷ সিমলা চুক্তি, লাহোর চুক্তি সত্ত্বেও এটা কীভাবে আভ্যন্তরীণ বিষয়? অমিত শারের ব্যাখ্যা চান অধীর৷ পাল্টা জবাব দেন অমিত শাহ৷ কোনও নিয়ম ভাঙা হয়েছে? অধীরের প্রশ্নে পাল্টা প্রশ্ন করেন স্বরাষ্ট্রমন্ত্রী৷সংবিধানে জম্মু-কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ অংশ হিসাবে উল্লেখ করা হয়েছে৷ এদিন সংসদে দাঁড়িয়ে অমিত শাহ জানন, কংগ্রেস আমলেও দু’বার রাষ্ট্রপতির অধিকার প্রয়োগ হয়েছিল কাশ্মীরে৷ ৩৭০(৩) ধারায় রাষ্ট্রপতির ক্ষমতা রয়েছে ৩৭০ ধারা বাতিল করার৷ জম্মু-কাশ্মীরর সংবিধানে একই কথার উল্লেখ আছে বলেও মন্তব্য অমিত শাহের৷ তাই জম্মু-কাশ্মীরে আইন প্রণয়নে কোনও বাধা নেই৷ জম্মু-কাশ্মীরের মধ্যে পাক অধিকৃত কাশ্মীরও অন্তর্ভূক্ত বলেও দাবি করেন মন্ত্রী৷ অমিত শাহের এই মন্তব্য ঘিরে পাক অধিকৃত কাশ্মীর বিতর্ক৷  কেন্দ্র শাসিত হলেও দু’ই এলাকাতেই হিল কাউন্সিল কাজ করবে বলেও জানান তিনি৷

রাজ্যের সীমা বিন্যাস করতে হলে বিধানসভায় পাস করাতে হয়৷ সংবিধানের ৩ নম্বর ধারায় উল্লেখ আছে বলেও অমিত শাহকে আক্রমণ করেন মনীশ তিওয়ারি৷ জন্মু-কাশ্মীরের ক্ষেত্রে শুধুমাত্র সংসদে আলোচনা হয়েছে৷ কিন্তু, সেই রাজ্যের বিধানসভায় এই নিয়ে আলোচনার প্রয়োজন আছে বলেও উল্লেখ করেন তিনি৷ ৩৭০ ধারার জন্য জন্মু-কাশ্মীর এতদিন বঞ্চিত থেকেছে বলেও দাবি করেন বিজেপি সাংসদ যুগল কিশোর শর্মা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − two =