স্বরাজহীন রাজনীতি, সুষমার প্রয়াণে শোকাহত মমতা

নয়াদিল্লি: ইন্দ্র পতন৷ স্বরাজহীন দেশের রাজনীতি৷ আজ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে প্রয়াত প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের৷ মঙ্গলবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর৷ শরীরিক সমস্যা দেখা দেওয়ায় মঙ্গলবার রাত সাড়ে ৯টায় এইমসে ভর্তি করা হয় তাঁকে৷ কিন্তু, ঘণ্টাখানিকের লড়াই ব্যর্থ করে বিদায় নেন সুষমা৷ আজ বেলা ১২টায় তাঁর দেহ আনা হবে

a7c607782da2c17366ca5155744bae7a

স্বরাজহীন রাজনীতি, সুষমার প্রয়াণে শোকাহত মমতা

নয়াদিল্লি: ইন্দ্র পতন৷ স্বরাজহীন দেশের রাজনীতি৷ আজ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে প্রয়াত প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের৷ মঙ্গলবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর৷ শরীরিক সমস্যা দেখা দেওয়ায় মঙ্গলবার রাত সাড়ে ৯টায় এইমসে ভর্তি করা হয় তাঁকে৷ কিন্তু, ঘণ্টাখানিকের লড়াই ব্যর্থ করে বিদায় নেন সুষমা৷

আজ বেলা ১২টায় তাঁর দেহ আনা হবে বিজেপির সদর দপ্তরে৷ শেষকৃত্য হবে বিকেলে৷ সুষমার মৃত্যুর পর গোটা দেশজুড়ে বিভিন্ন মহল থেকে এসেছে শোক বার্তা৷ দক্ষ নেত্রী, সুবক্তা ও জনগণের মন্ত্রী বলে বর্ণনা করেছে বিদেশমন্ত্রক৷ মদনলাল খুরানা ও শীলা দীক্ষিতের পর এক বছরের মধ্যেই দিল্লির তিন প্রাক্তন মুখ্যমন্ত্রী মৃত্যু হল৷ সুষমা ছিলেন দিল্লির প্রথম মহিলা মুখ্যমন্ত্রী৷

মাত্র ২৩ বছর বয়সে সংসদীয় রাজনীতিতে হাতেখড়ি সুষমার৷ ১৯৮৪ সালে যোগ দেন বিজেপিতে৷ লালকৃষ্ণ আদবানির স্বপ্নের দলের ছিলেন তিনি৷ ১৯৯০ সালে রাজ্যসভার সাংসদ হন সুষমা৷ ১৯৯৬ সালে দক্ষিণ দিল্লি লোকসভা কেন্দ্র থেকে জয়ী হন লোকসভায় পা রাখেন৷ ২০১৪ সালে মোদি সরকারের মন্ত্রিসভার বিদেশমন্ত্রী হিসেবে নিযুক্ত হন৷ বিদেশমন্ত্রী হিসেবে সবচেয়ে বড় সাফল্য ছিল অপারেশন নীর৷ চিনকে টপকে মালদ্বীপের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করেন তিনি৷

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইটে বলেন, ‘‘আমি গভীরভাবে শোকাহত৷ সুষমাজিকে ১৯৯০ সাল থেকে চিনতাম৷ সংসদে অনেক সুন্দর সময় কাটিয়েছি৷ ওঁর পরিবারের প্রতি সমবেদনা রইল৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *