হোয়াটস্ অ্যাপে অবাঞ্ছিত গ্রুপ থেকে নিজেকে রক্ষা করবেন কীভাবে?

নয়াদিল্লি : হোয়াটস্ অ্যাপ৷ ঠিক যেমন অস্বস্তির, তেমনই আবার গুরুত্বপূর্ণও বটে৷ চাইলেও এড়িয়ে যাতে পারবেন না৷ তবে কিছু কিছু ক্ষেত্রে অনেক অবাঞ্ছিত মেসেজ বিড়ম্বনা বাড়িয়ে তোলে৷ আপনি না চাইলেও হোয়াটস্ অ্যাপের বিভিন্ন গ্রুপে ঢুকে পড়তে হচ্ছে গ্রাহককে৷ কিন্তু, সেই সমস্যা থেকে মুক্তি দিতে এবার নতুন একটি পদ্ধতি আনল সংস্থা৷ এই ব্যবস্থার মাধ্যমে আটকানো যাবে হোয়াটস্

85be371e2da97c6ba96a5e23bcf657cf

হোয়াটস্ অ্যাপে অবাঞ্ছিত গ্রুপ থেকে নিজেকে রক্ষা করবেন কীভাবে?

নয়াদিল্লি : হোয়াটস্ অ্যাপ৷ ঠিক যেমন অস্বস্তির, তেমনই আবার গুরুত্বপূর্ণও বটে৷ চাইলেও এড়িয়ে যাতে পারবেন না৷ তবে কিছু কিছু ক্ষেত্রে অনেক অবাঞ্ছিত মেসেজ বিড়ম্বনা বাড়িয়ে তোলে৷ আপনি না চাইলেও হোয়াটস্ অ্যাপের বিভিন্ন গ্রুপে ঢুকে পড়তে হচ্ছে গ্রাহককে৷ কিন্তু, সেই সমস্যা থেকে মুক্তি দিতে এবার নতুন একটি পদ্ধতি আনল সংস্থা৷ এই ব্যবস্থার মাধ্যমে আটকানো যাবে হোয়াটস্ অ্যাপে অবাঞ্ছিত গ্রুপের বিড়ম্বনা৷

প্রথমত হোয়াটস্ অ্যাপটি ডাউনলোড করতে হবে৷ এরপর সেটিংসে গিয়ে অ্যাকাউন্ট অপশনে প্রাইভেসি অপশনে যেতে হবে৷ গ্রুপস নামের একটি অপশন থাকবে৷ তিনটি অপশন দেখা যাবে৷ এভরিওয়ান, মাই কনট্যাক্টস ও নোবডি এই তিনটি মধ্যে যেকোনও একটি অপশন নির্বাচিত করতে হবে৷ কোন গ্রুপে কীভাবে যুক্ত হতে চান তার অনুমতি দিলেই অবাঞ্ছিত গ্রুপে যুক্ত হওয়া থেকে বিরত রাখা যাবে আনায়সে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *