কাশ্মীরি সুন্দরীদের সন্ধানেও এগিয়ে বাংলা! তথ্য দিচ্ছে গুগল সার্চ

নয়াদিল্লি: সাত দশকের প্রথা রাতারাতি বাতিল করে সংসদে পাস হয়েছে কেন্দ্রের নয়া প্রস্তাব৷ কাশ্মীর থেকে তুলে নেওয়া হয়েছে ৩৭০ ধারা৷ জন্মু ও কাশ্মীর এখন কেন্দ্র শাসিত অঞ্চল৷ কেন্দ্রের এই প্রস্তাবে রাতারাতি বদলে গিয়েছে উপত্যাকার বাসিন্দাদের মর্যাদা৷ এখন থেকে দেশের সমস্ত সুযোগ সুবিধা পাবেন কাশ্মীরা৷ আর সেই ঘোষণায় পরই কাশ্মীরি সুন্দরীদের নিয়ে শুরু হয়েছে তথ্য সন্ধান৷

কাশ্মীরি সুন্দরীদের সন্ধানেও এগিয়ে বাংলা! তথ্য দিচ্ছে গুগল সার্চ

নয়াদিল্লি: সাত দশকের প্রথা রাতারাতি বাতিল করে সংসদে পাস হয়েছে কেন্দ্রের নয়া প্রস্তাব৷ কাশ্মীর থেকে তুলে নেওয়া হয়েছে ৩৭০ ধারা৷ জন্মু ও কাশ্মীর এখন কেন্দ্র শাসিত অঞ্চল৷ কেন্দ্রের এই প্রস্তাবে রাতারাতি বদলে গিয়েছে উপত্যাকার বাসিন্দাদের মর্যাদা৷ এখন থেকে দেশের সমস্ত সুযোগ সুবিধা পাবেন কাশ্মীরা৷ আর সেই ঘোষণায় পরই কাশ্মীরি সুন্দরীদের নিয়ে শুরু হয়েছে তথ্য সন্ধান৷ কাশ্মীরি গার্ল সার্চ করে চলছে নানান তথ্য সংগ্রের কাজ৷

গুগল সার্চের তথ্য বলছে, কাশ্মীরকে দেওয়া বিশেষ মর্যাদা তুলে নিতেই গুগল সার্চে ট্রেনডিং ‘ম্যারি কাশ্মীরি গার্ল’ ও  ‘কাশ্মীরি গার্ল’ এই দুটি কিওয়ার্ড৷ কাশ্মীরি মেয়েদের নিয়ে সব থেকে বেশি মাথা ব্যথা দেখা গিয়েছে কেরালের বাসিন্দাদের৷ ‘ম্যারি কাশ্মীরি গার্ল’ সার্চ করে দ্বিতীয় স্থানে আছে উঠে এসেছে কর্নাটক৷ তৃতীয় দিল্লি৷ চতুর্থ মহারাষ্ট্র৷ পঞ্চম তেলেঙ্গনা৷ ষষ্ঠ স্থানে রয়েছে বাংলা৷

কাশ্মীরি সুন্দরীদের সন্ধানেও এগিয়ে বাংলা! তথ্য দিচ্ছে গুগল সার্চজানা গিয়েছে, সার্বিক ভাবে বাংলার মানুষের সন্ধানের ৮৭ শতাংশ খুঁজছেন কাশ্মীরি মেয়েদের৷ ১৩ শতাংশ বাংলার বাসিন্দা কাশ্মীরি মেয়েকে বিয়ে করতে চান বলেও তথ্য জানতে চেয়েছেন৷  কিন্তু, হঠাৎ কেন এই তথ্য তালাস?

কাশ্মীরি সুন্দরীদের সন্ধানেও এগিয়ে বাংলা! তথ্য দিচ্ছে গুগল সার্চমূলত, ৩৭০ ধারা বিলোপ হওয়ার পর কাশ্মীরি মেয়েদের বিয়ে করার ইচ্ছে তুঙ্গে উঠেছে৷ কেননা, ৩৭০ ধারা চালু থাকার এতদিন কাশ্মীরি মেয়েরা ভিন্ রাজ্যের বিয়ে করতে উত্তরাধিকার সূত্রে পাওয়া কোনও সম্পত্তি পেতেন না৷ ভিন রাজ্যে বিয়ে করলে কাশ্মীরি মেয়েদের নাগরিকত্ব হারাতে হত৷ কিন্তু, ৩৭০ ধারা উঠে যেতেই এখন সেই বাধা আর থাকছে না৷ ফলে, অনেকেই মনে করছেন, কাশ্মীরি মেয়েকে বিয়ে করতে পারলেই রাজকন্যা ও রাজত্ব দুই মিলতে পারে৷ ভূস্বর্গে জমি বাড়ির মালিক হওয়ার হাতছানি থাকলে কেই বা সুযোগ হাতছাড়া করতে চাই৷ আর সেই স্বপ্নেই দেখতে শুরু করেছেন নেটিজেনদের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 12 =