ডোভালকে বিঁধতেই গুলাম নবিকে আটক কেন্দ্রের

শ্রীনগর: আইন-শৃঙ্খালা রক্ষার শর্তে এবার আটকে দেওয়া হল কংগ্রেস নেতা তথা জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদকে৷ শ্রীনগরে ঢুকতে দেওয়া হল না গোলাম নবী আজাদকে৷ শ্রীনগর বিমান বন্দরে তাঁকে আটকে দেওয়া হয়৷ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলার কয়েক ঘণ্টার মধ্যেই জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আটকে দেওয়া হয়৷ শ্রীনগরে ঢুকতে দেয়া হল না

ডোভালকে বিঁধতেই গুলাম নবিকে আটক কেন্দ্রের

শ্রীনগর: আইন-শৃঙ্খালা রক্ষার শর্তে এবার আটকে দেওয়া হল কংগ্রেস নেতা তথা জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদকে৷ শ্রীনগরে ঢুকতে দেওয়া হল না গোলাম নবী আজাদকে৷ শ্রীনগর বিমান বন্দরে তাঁকে আটকে দেওয়া হয়৷

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলার কয়েক ঘণ্টার মধ্যেই জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আটকে দেওয়া হয়৷ শ্রীনগরে ঢুকতে দেয়া হল না তাঁকে৷ বৃহস্পতিবার গুলাম নবি জানান, টাকা দিয়ে সমর্থন কেনার চেষ্টা করছেন অজিত ডোভাল৷ কাশ্মীরের মানুষকে টাকা দেওয়া হচ্ছে৷ টাকা বিলিয়ে দিয়ে সরকার সমর্থন কেনার চেষ্টা করছে বলেও অভিযোগ তিনি৷

সরকারের যুক্তি, সামনেই স্বাধীনতা দিবস৷ তার উপরে কাশ্মীর থেকে তুলে নেওয়া হয়েছে ৩৭০ ধারা৷ এই অবস্থায় যদি কাশ্মীর রাজনৈতিক দলগুলি যদি তাঁরা সেখানে যায়, উত্তেজনায় আগুন দিতে কোন মন্তব্য করেন, সেক্ষেত্রে উপত্যাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে৷ সেই কারণেই রাজনৈতিক দলের নেতাদের পরিকল্পনা কেন্দ্রের ইতিমধ্যেই দুজন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আটকে রাখা হয়েছে৷ যেভাবে জম্মু-কাশ্মীরে কার্ফু, ১৪৪ ধারা জারি করা হয়েছে, টেলিফোন থেকে মোবাইল সংযোগ বন্ধ রাখা হয়েছে তা নিয়ে  আগেই উদ্বেগ প্রকাশ করেন গুলাম নবি আজাদ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + eighteen =