মমতার ব্যালট ফেরানোর দাবি প্রসঙ্গে কী বললেন মুখ্য নির্বাচন কমিশনার?

কলকাতা: দেশের গণতন্ত্র বাঁচাতে ব্যালট ফারানোর দাবিতে ২১ জুলাইয়ের মঞ্চ থেকে কর্মসূচি ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ইভিএমে দেশের রায় তৃণমূল মানতে নারাজ বলেও সাফ জানিয়েও দিয়েছিলেন নেত্রী৷ ইভিএম কেলেঙ্কারির অভিযোগ খতিয়ে দেখতে সত্যতা যাচাই কমিটি গঠন করারও প্রস্তাব দেন৷ জানিয়ে দেন, পঞ্চায়েত থেকে শুরু করে পুরসভার ভোট হবে ব্যালটে৷ মুখ্যমন্ত্রীর এহেন প্রস্তাবের প্ররিপ্রেক্ষিতে বাংলায় দাঁড়িয়ে

054518ebd4f4121df06b66fb1aa211b6

মমতার ব্যালট ফেরানোর দাবি প্রসঙ্গে কী বললেন মুখ্য নির্বাচন কমিশনার?

কলকাতা: দেশের গণতন্ত্র বাঁচাতে ব্যালট ফারানোর দাবিতে ২১ জুলাইয়ের মঞ্চ থেকে কর্মসূচি ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ইভিএমে দেশের রায় তৃণমূল মানতে নারাজ বলেও সাফ জানিয়েও দিয়েছিলেন নেত্রী৷ ইভিএম কেলেঙ্কারির অভিযোগ খতিয়ে দেখতে সত্যতা যাচাই কমিটি গঠন করারও প্রস্তাব দেন৷ জানিয়ে দেন, পঞ্চায়েত থেকে শুরু করে পুরসভার ভোট হবে ব্যালটে৷ মুখ্যমন্ত্রীর এহেন প্রস্তাবের প্ররিপ্রেক্ষিতে বাংলায় দাঁড়িয়ে জবাব দিলেন  মুখ্য নির্বাচন কমিশনার৷

শুক্রবার কলকাতায় পা রেখে ইভিএম বাতিল করে ব্যালটে ভোট করার আপাতত কোনও সম্ভাবনাই নেই বলে বুঝিয়ে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার৷ মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা জানান, বিধানসভা নির্বাচনে ব্যালট ফিরিয়ে আনা যাবে না৷ কারণ এই ব্যাপারে সুপ্রিম কোর্টের নির্দেশ আছে। যেই ব্যালট পেপার ফিরিয়ে আনতে চেয়েছিলেন মমতা বন্দ্যয়াপদ্যায়। এবং ভোটার লিস্টেও স্পেশাল ডাইভ চালু হয়েছে বলেও এদিন তিনি জানান৷

এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এই মুহূর্তে এনআরসি নিয়ে সুপ্রিমকোর্টের কোনও নির্দেশিকা নেই৷ তাই এই রাজ্যের এনআরসি নিয়ে কোনও কথা বলা যাবে না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *