নয়াদিল্লি: বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের আইনসভা হওয়া উচিত রাজকীয়৷ আর সেই কারণে নতুন সংসদভবন তৈরির পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন লোকসভার স্পিকার ওম বিড়লা৷ তবে এখনও এবিষয়ে চূড়ান্ত হয়নি বলেও জানিয়েছেন তিনি৷
জানা গিয়েছে, সংসদ ভবনের সম্প্রসারণ ও আধুনিকীকরণের বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আবেদন ইতিমধ্যেই করা হয়েছে বলেও জানিয়েছেন স্পিকার ওম বিড়লা৷ সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের আইনসভা হওয়া উচিত আরও রাজকীয়৷ হতে হবে আকর্ষক৷ অনেকেই নতুন পার্লামেন্ট ভবন তৈরির পক্ষে মতামত জানিয়েছে৷ বিষয়টি কার্যকর করতে বিভিন্ন স্তরের ব্যক্তিদের নিয়ে কমিটি গঠনের পক্ষেও সওয়াল করেছেন তিনি৷ একই সঙ্গে সংসদ ভবনের আধুনিকিকরণের বিষয়টিও খতিয়ে দেখার কথাও জানিয়েছেন তিনি৷ সংসদ ভবনের আধুনিকীকরণ নাকি নতুন সংসদ ভবন নির্মাণ? এখনও কোনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন স্পিকার ওম বিড়লা৷